প্যারিস অলিম্পিক্সে জয় পেল ভারতীয় হকি দল। প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনেই দুরন্ত ছন্দে দেখা গেল ভারতীয় খেলোয়াড়দের। আগের ম্যাচে আর্জেন্তিনার বিপক্ষে তেমন নজর কাড়তে না পারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই চাপ বজায় রাখে ভারতীয় হকি খেলোয়াড়রা। এই ম্যাচে জিতলে কঠিন গ্রুপে কাজটা কিছুা সহজ হত ভারতের। গত ম্যাচেও ভারতের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। আয়ারল্যান্ডের বিপক্ষেও ভারতকে জয় এনে দিলেন সেই হরমনপ্রীত সিংই। একাই দুটি গোল করেন এই তরুণ খেলোয়াড়। সেই সুবাদেই আয়ারল্যান্ডত♏ে ২-০ গোলে হারিয়ে দিল ভারত। ইতিমধ্যেই প্রতিযোগিতায় চার গোল করা হয়ে গেল ভারতের এই তারকা খেলোয়াড়ের।
আরও পড়ুন-ওডিআই সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছলেন হিটম্যান! কথা𝓰 বললেন লঙ্কান তারকার সঙ্গে…
এই পুল থেকে চারটি দল যাবে পরের রাউন্ডে। গতবার টোকিও অলিম্পিক্সে বহুদিন পর ভারতীয় দল সাফল্য পেয়েছিল। এক সময় যে ভারতীয় হকি দলকে ধরেই নেওয়া হত অলিম্পিক্সে সোনা জিতবেন, তারাই বহুদিন পর অবশেষে ব্রোঞ্জ পদক পায় গতবার। এবার সেই 🍸পদকের দিকেই এক পা এগোলেন হরমনপ্রীত, মনপ্রীত, পিআর শ্রীজেশরা। তবেই বলাই বাহুল্য গত ম্যাচের প্রতিদ্বন্দী আর্জেন্তিনার তুলনায় আয়ারল্যান্ড ছিল অনেকটাই দুর্বল। ফলে এই জয় নিয়ে খুব বেশি উৎসাহের কোনও জায়গা নেই, তবে আত্মবিশ্বাস যে বেশ খানিকটা বাড়ল সেকথা বলাই বাহুল্য।
আরও পড়ুন-আগামী অলিম্পিক্সেও পদক জিততে চাই!দেশকে 💫ব্রোঞ্জ পদক এনে বললেন সরবজ্যোৎ সিং, ভ♕িডিয়ো
বৃহস্পতিবার এবং শুক্রবার রয়েছে ভারতীয় হকি দলের আসল চ্য়ালেঞ্জ। মঙ্গলবার আয়ারল্যান্ডকে ২-০ গোলে পুল বির ম্যাচে হারিয়ে দিলেও, বৃহস্পতিবার ভারতীয় দল মুখোমুখি হবে গতবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলজিয়ামের। শুক্রবার তাঁদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া দল। ফলে এই দু🍸ই ম্যাচেও ভালো পারফরমেন্স করতে হবে ভারতীয় হকি দলকে।
আরও পড়ুন-ফুটবল খেলতে🐼 খেলতেই ব্যবসায় নামছে🌜ন কিলিয়ান এমবাপে! বিনিয়োগ করবেন ফ্রান্সের ক্লাবে…
এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় ভারত। হরমনপ্রীত সিং গোল করে ল♏িড এনে দে𒉰ন ভারতকে। গুর্জন্ত সিংয়ের থেকে পাস পেয়েছিলেন মনপ্রীত সিং, কিন্তু তাকে ফাউল করায় পেনাল্টি স্ট্রোক পায় ভারত, সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আসে ভারতের দ্বিতীয় গোল। পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এক্ষেত্রে ভারতকে ইনসুরেন্স গোল এনে দেন হরমনপ্রীত। এদিন অবশ্য ভারতের রক্ষণ গোটা ম্যাচ জুড়েই ছিল বেশ আঁটোসাটো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।