মাত্র ৪৬ সেকেন্ডেই অলিম্পিক্সের বক্সিং ম্যাচ ছেড়ে দিলেন ইতালির অ্যাঞ্জেলা কারিনি। তার ফলে মহিলাদের বক্সিংয়ের ওয়েল্টার ওয়েটের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন আলজেরিয়ার ইমানে খেলিফ। কিন্তু সেই ম্যাচ💜 নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কারণ যে বক্সারের বিরুদ্ধে কাঁদতে-কাঁদতে ম্যাচ ছেড়ে দিয়েছেন অ্যাঞ্জেলা, সেই বক্সার গত বছর লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। গত বছর আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার পদকের ম্যাচ থেকেও তাঁকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। তবে তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়েছে প্যারিস অলিম্পিক্সে। যা আয়োজনের দায়িত্বে আছে আন্তর্জাতিক অলিমꦓ্পিক কমিটি। সেই পরিস্থিতিতে আজ যে ঘটনা ঘটেছে, সেটাকে বড়সড় কেলেঙ্কারি বলেও অভিযোগ করেছেন অনেকে। ওই মহলের বক্তব্য, যখন 'এক্সওয়াই' ক্রোমোজোমের নিয়মের কারণে আলজেরিয়ানকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, তখন তাঁকে কেন অলিম্পিক্সে নামতে দেওয়া হবে? এমনকী বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও।
ম্যাচ ছেড়ে দেওয়ার পরে কী বললেন অ্যাঞ্জেলো?
বৃহꦉস্পতিবার আলজেরিয়ার সমর্থকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে নর্থ প্যারিস এরিনায় আসেন খেলিফ। আর ম্যাচ শুরু হতেই তাঁর সামনে দাঁড়তে পারেননি ইতালির বক্সার। আলজেরিয়ানের থেকে ইতালির বক্সারের উচ্চতা ছয় ইঞ্চি কম। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ড পরেই নিজের হেডগিয়ার ঠিক করতে কোচের কাছে আসেন অ্যাঞ্জেলো। তারপর ফের শুরু হয় ম্যাচ। কিন্তু কিছুক্ষণ পরেই কর্নারে ফিরে গিয়ে ম💞্যাচ ছেড়ে দেন ইতালির বক্সার।
'নাকে মারাত্মক যন্ত্রণা'
আর তারপর কেঁদ🍸ে পেলেন ইতালির বক্সার। কাঁদতে-কাঁদতে তিনি বলেন, 'বিশ্বস্ততা বজায় রেখে আমি সবসময় দেশকে সম্মান করে এসেছি। এবার আমি এবার সফল হতে পারলাম না। কারণ আমি আর লড়াই করতে পারলাম না। রিঙে এতদিনের অভিজ্ঞতা এবং জীবনভর লড়াইয়ের পরে দ্বিতীয় ঘুষির পরে আমি ছেড়ে দিতে বাধ্য হই, কারণ আমার নাকে মারাত্মক ব্যথা হচ্ছিল।'
আরও পড়ুন: India Olympics Day 6 LIVE: স্বপ্নিলের পদক ছাড়া বাকিটা হতাশা, ব্যাড𝓡মিন্টনেও লাগল ধাক্কা
বিরক্ত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রীও
আলজেরিয়ার বক্সারের বিরুদ্ধে তাঁর দেশের খেলোয়াড়ের সেই ম্যাচ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনিও। তিনি বলেন, ‘আমার মনে হয়, যে অ্যাথলিটদের পুরুষদের মতো জিনগত বৈশিষ্ট্য আছে, তাঁদের মহিলাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দে🌺ওয়া উচিত হয়নি। কারও বিরুদ্ধে বৈষম্য হোক, সেটার জন্য নয়, বরং সমতা বজায় রেখে মহিলা অ্যাথলিটরা যাতে লড়াই করতে পারেܫন, সেটার অধিকার রক্ষা করতেই এই কাজটা করা উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।