ভারতকে প্যারিস অলিম্পিক্সে আরও একটি পদক এনে দিয়েছেন মনু ভাকের। এক্ষেত্রে তিনি মিক্সড ডবল ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সরবজ্যোৎ সিংকে সঙ্গী করে জিতেছেন ব্রোঞ্জ পদক। মঙ্গলবার গোটা দেশ তাকিয়ে ছিল তাঁর দিকেই। দঃ কোরিয়ারে প্রতিদ্বন্দীদ🐬ের বিপক্ষে ফের একবার জ্বলে ওঠেন হরিয়ানার এই কন্যা। সেই সঙ্গে ইতিহাসে নাম তুলে ফেললেন তিনি। স্বাধীনতার পর মনু ভাকের হলেন প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জয়ের নজির গড়লেন।
আরও পড়ুন-ওডিআই সিরিজ খেলতে শ্রীলঙ্💞কা পৌঁছলেন হিটম্যান! কথা বললেন লঙ্কান তারকার সঙ্গে…
দঃ কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতের এই জুটি। মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং ব্রোঞ্জ মেডেল 𝔉ম্যাচে ১৬-১০ ফলে হারিয়ে দেয় কোরিয়ার প্রতিদ্বন্দীদের। যে ছন্দে তাঁরা ইভেন্ট শুরু করেছিলেন, তাতে দেখে মনেই হচ্ছি পদক আসতে পারে। সেই সম্ভাবনাকেই সত্যি করে দেশকে এবারের অলিম্পিক্সের দ্বিতীয় পদক এনে দিলেন ২২ বছরের মনু এবং তাঁর সতীর্থ সরবজ্যোৎ সিং।
আরও পড়ুন-পরের বছরেও ভারতে বড় টুর্নামেন্ট! ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না গেলে, আসবে ൲তো পাকিস্তান��?
ভারতকে জোড়া পদক এনে দিয়ে ইতিহাস রচনা করা মনু ভাকেরের বাবা রামকৃষ্ণ ভাকের বলছেন, আপনাদের যে উৎসাহ দেখছি তাতেই বোঝা যাচ্ছে কত বড় সাফল্য এটা। আমিও খুব খুশি। গোটা দেশের জন্য এটা একটা আনন্দের খবর। এই খুশির দিনে আমি 🅠সকল দেশবাসিকে ধন্যবাদ দিতে চাই, যারা এত আশীর্বাদ দিয়েছে ওকে আর খারাপ সময় পাশে থেকেছে। কাল রাতে কথা বলেছিলাম খেলার পরে। ও বলছিল একটা শটের জন্য গোল্ড মেডেল রাউন্ডে পৌঁছাতে পারেনি। তবে আশা করছিল যে এই ম্যাচে ভালো করবে। আমি ওর সঙ্গে অতটা পাশে থাকতে পারতাম না, কারণ আমি চাকরি করি। নেভির কাজ এমনই হয়, বাইরে বাইরে থাকতে হয়। ওকে ওর মা অনেক সাহায্য করেছে, তাই আমি সব ক্রেডিট দেব আমার স্ত্রীকেই।
আরও পড়ুন-শ্যুটিಞংয়ে ভারতের দ্বিতীয় পদক,১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনু-সরবজ্যোৎ