টোকিও ২০২০ গেমসে ব্রোঞ্জ পদক জেতার পর থেকে ভারতীয় হকি দল ধীরে ধীরে উন্নতি করছে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সেও, ভারত সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলেছিল। কিন্তু শেষ পর্বে সাফল্য পায়নি তারা। সেই কারণে ব্রোঞ্জ পদকের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শেষ পর্যন্ত পদক জিতে ছিল ভারত। সদ্য শেষ হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ফাইনালে চিনকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। যদি ভারতীয় হকি দল 🧔একইভাবে চলতে থাকে, অনেকেই মনে করছেন তাহলে অলিম্পিক্সে ফের সোনার পদক জিততে পারে ভারত। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক্সে ভারতীয় হকি দলের সোনা জয়ের আশা অনেকটাই বেড়ে যাবে।
তবে তার আগে প্যারিস অলিম্পিকের পর ভারতীয় হকি দলের এক খেলোয়াড়ের সঙ্গে কী ঘটেছিল সেদিকে আলোকপাত করা যাক। হার্দিক সিং ব্রোঞ্জ জয়ী হকি স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং অলিম্পিক্সে পদক জেতার কয়েক মাসের মধ্যেই তার পদকের সঙ্গে একটি সমস্যা দেখা গিয়েছে। আসলে প্যারিস অলিম্পিক্সের পদকের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলেন ভারতের হকি তারকা। আসলে তিনি যেই পদকটি পেয়েছিলেন তাঁর রঙ উঠে যাচ্ছে💎। পডকাস্টে এসে সেটি দেখিয়েছেন হার্দিক সিং। তিনি পদকের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন… ওরা তো গম্ভীরের ‘পা চাটে’- কানপুর টেস্টের সাফল্যের জন্য ﷽গৌতি নয়, রোহিতকেই কৃতিত্ব দিলেন গাভাসকর
দেখুন সেই ভিডিয়ো-
হার্দিক সিং ওভারশেয়া𒀰রিং উইথ দ্য ঝুমরু পডকাস্টে প্যারিস অলিম্পিক্সে জয়ী নিজের পদক নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘পদকটিতে আইফেল টাওয়ার থেকেℱ লোহা ছিল, আমাদের বলা হয়েছিল, আমি আশা করি এটি সত্য। তাদের একটি কাজ ছিল একটি ভালো মানের পদক তৈরি করা, যা তারা করেনি। কোন সমস্যা নেই। তবুও, আমি বলব এটিই আমার সবচেয়ে বড় অর্জন।’
আরও পড়ুন… ভিডিয়ো: হাসি-ধোনিদের ক্লাবে জায়গা করে, মেসি-রোহিতের স্ট𝄹াইলে ট্রফি তুললেন ফ্যাফ ডু প্লেসি
আপনি যখন আপনার হাতে পদক ধরেছিলেন তখন আপনার প্রথম অনুভূতি কী ছিল?
হারꦕ্দিক সিং রসিꦐকতা করে বলেন, ‘আমি অনুভূতিতে অভ্যস্ত। আমি অলিম্পিক রিংয়ের ট্যাটুও করিয়েছি। আমি অসম্পূর্ণ রেখেছি। আমার ইচ্ছা পরের বার যখন আমরা স্বর্ণপদক জিতব, আমি তা পূরণ করব।’ সম্প্রতি, ভারতের হকি মিডফিল্ডার হার্দিক সিং প্রকাশ করেছেন যে কীভাবে তার কয়েকজন সতীর্থ একবার দেখেছিলেন যে ভক্তরা তাদের চিনতে ব্যর্থ হয়ে সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব ডলি চাইওয়ালার সঙ্গে সেলফি তুলতে আরও বেশি আগ্রহ দেখিয়ে ছিলেন।
আরও পড়ুন… IND vs BAN: অধিনায়ক স♏ূর্যকুমার যাদব কেন সকলের প্রিয়? রহস্য ফাঁস করলেন মায়াঙ্ক যাদব ও নীতীশ রেড্ডি
পডকাস্টে ২৬ বছর বয়সী হার্দিক বলেছেন🍃, ‘আমি বিমানবন্দরে নিজের চোখে দেখেছি। হরমনপ্রীত (সিং), আমি, মনদীপ (সিং); আমরা ৫-৬ জন ছিলাম। ডলি চাইওয়ালাও সেখানে ছিল। লোকেরা নিজেরাই তার সঙ্গে ছবি ক্লিক করছিল এবং আমাদের চিনতেই পারেনি। আমরা একে অপরের দিকে তাকাতে শুরু করলাম (অস্বস্তিকর বোধ করছি)।’ তিনি আরও বলেছিলেন, ‘হরমনপ্রীত ১৫০ টিরও বেশি গোল করেছেন, মনদীপের ১০০ টিরও বেশি ফিল্ড গোল রয়েছে। তারপরও এমনটা হল।’ তিনি ভারতীয় হকির ছবিটাকে তুলে ধরেছিলেন। এবার অলিম্পিক্সের রঙ চটে যাওয়ায় আরও বেশি হতাশ হয়েছেন হকি তারকা। পডকাস্টে তিনি দেখিয়েছেন কীভাবে পদক থেকে রঙ উঠে যাচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।