শুভব্রত মুখার্জি: লন টেনিস বিশ্বের এই মুহূর্তের দুই সুপারস্টার তারা। একজন দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন রাফায়েল নাদাল, অপর জন নবীন প্রতিভাবান তারকা কার্লোস আলকারাজ। নাদালের ঝুলিতে যেখানে রয়েছে ২২টি গ্র্যান্ড স্লাম, স𓄧েখানে মাত্র ২১ বছর বয়সেই ইতিমধ্যেই চারটি গ্র্যান্ড স্লাম জিতে ফেলেছেন কার্লোস আলকারাজ। এই দুই তারকা এবার প্যারিস অলিম্পিক গেমসের শুরুর আগেই জুটি বাঁধেন। পুরুষদের ডাবলস বিভাগে সব বিশেষজ্ঞরাই এই জুটিকে স্বপ্নের জুটি বলে অ্যাখ্যা দেন। স্প্যানিশ ভক্তরা আশা করেছিলেন, এই জুটির হাত ধরে𒈔ই তারা প্যারিস গেমস থেকে একটি পদক নিশ্চিত ভাবেই পাবেন। তবে তাঁদের সেই স্বপ্ন বাস্তব হল না। বুধবার প্যারিস গেমসের পুরুষ ডাবলস বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেল রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারাজ জুটি। তাদেরকে হারিয়ে দিল আমেরিকার রাজীব রাম এবং অস্টিন ক্রাইচেক জুটি।
আরও পড়ুন: পদক থেকে আর এক ধাপ দূরে, কোয়ার্টার ফাইনালে উঠলেন নিশান🗹্তꦿ, পারবেন ১৬ বছরের খরা কাটাতে
এবারের প্যারিস গেমসের লন টেনিস খেলা হচ্ছে লাল সুড়কির ক্লে কোর্টে। রোলাঁ গারোর এই কোর্ট রাফায়েল নাদালের দারুণ প্রিয়। তাঁর ২২টি গ্র্যান্ড স্লামের ১৪টিই তিনি জিতেছেন এই কোর্টে। ফলে পরিবেশ পরিস্থিতি সব কিছু তাঁর হাতের তালুর মতন চেনা। অন্যদিকে ক্লে কোর্টে এই বয়সেই একটি গ্র্যান্ড স্লাম জিতে ফেলেছেন কার্লোস আলকারাজ। ফলে এই স্প্যানিশ জুটির বিরুদ্ধে এই ক্লে কোর্টে খেলতে নামাটা যে কোনও জুটির পক্🦩ষে বেশ কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সামলে অসাধ্য সাধন করে সেমিফাইনালে চলে গেলেন আমেরিকার হয়ে খেলা ভারতীয় বংশোদ্ভুত রাজীব রাম এবং অস্টিন ক্রাইচেক জুটি। ফলে স্বপ্নের জুটির প্যারিস গেমসে স্বপ্নের দৌড় থেমে গেল কোয়ার্টার ফাইনালেই। প্যারিস অলিম্পিক্সে পদক অধরা থেকে🌠 গেল নাদালের। কারণ সিঙ্গেলস বিভাগে তিনি আগেই দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন নোভক জোকোভিচের কাছে।
নাদাল-আলকারাজ ⛎জুটিকে এদিন প্যারিস গেমসের চার নম্বর বাছাই রাম-ক্রাইচেক জুটি হারায় স্ট্রেট সেটে। খেলার ফল নাদালদের বিরুদ্ধে ২-৬, ৪-৬। ঘটনাচক্রে রাম এবং অস্টিন ক্রাইচেক দু'জনেই ডাবলস বিভাগে ব্যক্তিগত ভাবে এর আগে ক্রমতালিকায় এক নম্বর জায়গায় উঠে এসেছিলেন। টিম ইউএসএ-র সামনে এদিন দাঁড়াতে পারেনি টিম স্পেন। প্রথম সেটে ♔স্প্যানিশ জুটি ১৪টি অনিচ্ছাকৃত ভুল করে। ফলে মাত্র ৪৩ মিনিটে প্রথম সেটটি জিতে নেন রামরা। দ্বিতীয় সেটে লড়াইটা কঠিন হয়। একটা সময়ে স্কোর ছিল ৩-৩। দ্বিতীয় সেটে তিন তিনটি ব্রেক পয়েন্টের সুযোগ পেয়েও হাতছাড়া করে স্প্যানিশ জুটি। ফলে দ্বিতীয় সেটে লড়াই করার পরেও হেরে সেটের পাশাপাশি ম্যাচ হেরে যান নাদালরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।