India Results day 3: প্যারিস অলিম্পিক্স ২০২৪-র তৃতীয় দিনে ভারতের ঝুলিতে এল কী কী সাফল্য? চলুন দেখে নেওয়া যাক। প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিনে মনু ভাকের আরেকটি ব্রোঞ্জ পদকের জন্য একধাপ এগিয়েছেন। সাত্ত্বিক-চিরাগ ব্যাডমিন্টন কোয়ার্টার ﷽ফাইনালে জায়গা করে নিয়েছেন। এদিকে মনিকা বাত্রাও ইতিহাস গড়ে পদকের দিকে এগিয়ে চলেছেন। হকিতেও অপಌরাজিতের তকমা গায়ে জড়িয়েছে ভারত।
শুটার মনু ভাকের প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ টানা তৃতীয় দিনেও সফল হয়েছেন। ফলাফলের ভিত্তিতে শিরোনামে জায়গা করেছেন ভারতের এই শুটার। সরবজ্যোত সিং-এর সঙ্গে জুটি বে🤪ঁধে তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দল বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচে অগ্রসর হয়েছেন। যেখান✃ে উভয়ই যোগ্যতা রাউন্ডে তৃতীয় স্থান লাভ করেছিলেন।
আরও পড়ুন… Paris Olymp🌸ics 2024 Table Tennis: নতুন ইতিহাস লিখলেন মনিকা বাত্রা! পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত
যাইহোক, মনু ভাকের ও সরবজ্যোত সিং যেখানে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তৃতীয় দিনে রমিতা জিন্দাল এবং অর্জুন বাবুটা তাদের নিজ নিজ ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে একটুর জন্য অলিম্পিক্স পডিয়াম মিস 🎀করেন।
আরও পড়ুন… TNPL 2024: নিজের জালে নিজেই ফাঁসলেন অশ্বিন! ভক্তদের কাছে নিয়মের বই খুলে꧑ বোঝালেন দুধ-জলের পার্থক্য
ব্যাডমিন্টনে, সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি তাদের দ্বিতীয় অলিম্পিক উপস্থিতিতে ভারতের প্রথম পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। সাতꦕ্ত্বিক ও চিরাগ পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। একই সময়ে, লক্ষ্য সেনও কোয়ার্টার ফাইনালের দৌড়ে থাকার জন্য তার পুরুষ একক ম্যাচ জিতেছেন। অন্যদিকে, অশ্বিনী পোনপ্পা এবং তানিশ🎐া ক্র্যাস্টো টানা পরাজয়ের মুখোমুখি হয়েছেন এবং মহিলাদের ডাবলসে শেষ আটে উঠতে পারননি।
এদিকে পুরুষ হকি পুল বি ম্যাচে হরমনপ্রীত সিংয়ের শেষ মিনিটের গোলে মান বাঁচে ভারতের। আর্জেন্তিনার বিরুদ🥂্ধে শেষ মিনিটে গোল করে ভারতের হয়ে একটি পয়েন্ট বাঁচান হরমনপ্রীত সিং। এদিকে ইতিমধ্যে, মানিকা বাত্রা অলিম্পিক্সে একটি একক প্রতিযোগিতার রাউন্ড অফ ১৬-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন। তিনি প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় যিনি অলিম্পিক্সের টেবিল টেনꦕিসে মহিলাদের সিঙ্গেলস বিভাগের রাউন্ড অফ ১৬-এ উঠেছেন।
এদিকে এদিন প্💯রত্যাশার বিপরীতে ফল করেছে ভারতীয় পুরুষদের তীরন্দাজ দল। খারাপ পারফরম্যান্স করেছিল তারা। এদিন ভারতীꦯয় পুরুষদের তীরন্দাজ দল তুরস্কের বিরুদ্ধে তাদের কোয়ার্টার ফাইনাল হেরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।