শনিবার প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ নভদীপ সিং পুরুষদের জ্যাভলিন থ্রো F41 এ রুপোর পদক জিতেছিলেন এবং সিমরন শর্মা মহিলাদের 200 মিটার T12 ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। তবಌে পরে ইরানের সাদেঘ বেইট সায়াহ’র সোনা বাতিল হওয়ায় সোনা জেতেন নভদীপ। ফলে চলতি প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত অর্থাৎ দশম দিন পর্যন্ত ২৯টি পদক জিতল ভারত। এদিকে আগেই প্যারালিম্পিক্সে পদক সংখ্যায় নজির গড়ে ফেলেছে ভারত ৷ সেই সংখ্যাটাই প্রতিদিন বাড়ছে ৷ শনিবার রাতেও ভারতের ঝুলিতে এল একটি সোনা একটি ব্রোঞ্জ। এদিন পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিং।
এদিন বিশ্বরেকর্ড গড়লেন নভদীপ সিং। আসলে প্যার🌳ালিম্পিক্সের জ্যাভলিন থ্রো F41 ইভেন্টে এতদিন পর্যন্ত বিশ্বরেকর্ড ছিল চিনের পেংজিয়াং সানের দখলে। শনিবার তা টপকে যান নভদীপ সিং। তারপরেই নভদীপের রেকর্꧃ড ভেঙে দেন সায়াহ। তিনি বাতিল হওয়ায় অবশ্য প্যারালিম্পিক্স F41 ইভেন্টের বিশ্বরেকর্ডটি এখন নভদীপের দখলেই চলে গিয়েছে।
আরও পড়ুন… US Open 2024: ন꧃তুন চ্যাম্পিয়ন💞! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথমবার এই ট্রফি তুললেন সাবালেঙ্কা
বর্তমানে ভারত এখনও পর্যন্ত প্যারিস প্যারালিম্পিক্সে ২৯টি পদক জিতেছে। এর মধ্যে রয়েছে সাতটি সোনা, ৯টি রুপো এবং ১৩🐻টি ব্রোঞ্জ পদক। ১০ দিনে ভারত দুট✨ি পদক জিতেছে।
প্যারিস প্যারালিম্পিক ২০২৪ এর দশম দিনে ভারতীয় দলের সমস্ত ফলাফল এখানে রয়েছে:
ভারতীয় ফলাফল 10 দিন - ৭ সেপ্টেম্বর
পাড়া সাইক্লিং রোড
১) পু💃রুষদের C1-3 রোড রেস - আরশাদ শাইক - এক ল্যাপ পিছিয়ে নেতা শেষꦿ করেছেন
২🌳) মহিলাদের C1-3 রোড রেস 🥀- জ্যোতি গাদেরিয়া - এক ল্যাপ পিছিয়ে শেষ করেছেন
আরও পড়ুন… জিততে পারলেন না, দেখলেন কার্ড! চোখের জল ও মেসির বার্তায় শেষ বিশ্ব ফুটবল𝐆ের সুয়ারেজ অ🧸ধ্যায়
প্যারা ক্যানো
৩) পুরুষদের কায়াক একক 200 মিটার - KL1 সেমিফাইনাল - যশ কুমার - পঞ্চಌম - 1:02.03 (ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে ব্🔯যর্থ)
৪) Women’s Va’a Single 200m - VL2 সেমিফাইনাল - 🐎প্রাচী যাদব - তৃতীয় -𓆉 1:05.66 (ফাইনালের জন্য যোগ্যতা)
৫) Women’s Va’a Single 200m - VL2 ফাইনাল🎀 - প্রাচী যাদব - অষ্টম - 1:08.55
প্যারা সাঁতার
৬) পুরুষদের 🐻৫০ মিটার বাটারফ্লাই - S7 হিটস - সুয়শ নাဣরায়ণ যাদব - দশম - 33.47 (ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ)
আরও পড়ুন… RR-কে 🍌পরবর্তী স্💜তরে নিয়ে যেতে চাই- রয়্যালস পরিবারে ফিরে কী বললেন রাহুল দ্রাবিড়?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।