অনেক প্রত্যাশা ছিল। কিন্তু তা পূরণ করতে পারলেন না পূজা রানি। বরং শনিবার মিডলওয়েট (৭৫ কেজি) বিভাগে চিনা প্রতিপক্ষ লি কিয়ানের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না ভারতীয় বক্সার। কা🌳র্যত ঘাম ঝরাতেই হল না ২০১৬ সালের রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীকে।
এমনিতে কোয়ার্টার ফাইনালে ধারেভার💝ে অনেকটা এগিয়ে শুরু করেন কিয়ান। দক্ষতার বিচারে পূজার থেকে অনেকটাই এগিয়ে ছিলেন চিনের বক্সার। তাও একটা আশা তৈরি হয়েছিল। সেই আশা ধাক্কা খেতে বেশি সময় লাগেনি। স্রেফ নিজের শক্তি অনুযায়ী খেলে পূজাকে ব্যতিব্যস্ত করে তোলেন। কিয়ান যে লাগাতার আক্রমণ করে গিয়েছেন, তা নয়। তবে যখন আক্রমণ করেছেন, তখন তা বিচারকদের চোখে ভালোভাবে লেগে থাকার মতো পূজাকে ধরাশায়ী করেছেন। তিনটি রাউন্ডেই পূজাকে দেখে কখনও মনে হয়নি যে চিনা বক্সারের সামনে দাঁড়াতে পারছেন তিনি। পরিস্থিতি এমনটাই হয় যে দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার আগেই বোঝা যাচ্ছিল, ভারতের ঘরে শনিবার বক্সিং থেকে কোনও পদক আসছে না। শেষপর্যন্ত সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে হার স্বীকার করতে হয় পূজাকে।
আপডেট :
- সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে জিতলেন লি। যিনি টানা দু'বার অলিম্পিক্সে পদক নিশ্চিত করলেন।
- তৃতীয় রাউন্ডও জিতলেন চিনা বক্সার।
- দ্বিতীয় রাউন্ডও জিতলেন চিনা বক্সার। যিনি ২০১৬ সালের রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন।
- প্রথম রাউন্ড জিতলেন লি কিয়ান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।