টানা দ্বিতীয়বার ভারতের হয়ে অলিম্পিক্সে পদক জিতেছেন নীরজ চোপড়া। দেশের নামꦅ গর্বিত করেছেন। ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়েছেন। ফাইনালে জ্যাভলিন ছুঁড়ে ছিলেন ৮৯.৪৫ মিটার দূরত্বে। তাঁর সাফল্যের পর উচ্ছাসের জোয়ারে ভাসছে দেশবাসী। এরই মধ্যে হরিয়ানা থেকে উঠে আসা দেশের গর্ব নীরজকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীরজ বললেও চেষ্টা করেছিলেন সোনা জিততে, কিন্তু হয়নি। তবে রৌপ্য পদক পেয়ে দেশকে গর𝔍্বিত করতে পারায় তিনি খুশি।
আরও পড়ুন-ইউরোয় হারের ধাক্কা! বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত রোনাল্ডোꦬর স🧸তীর্থ পেপের!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে নীরজকে বলেন, ‘ অনেক অনেক অনেক শুভেচ্ছা তোমায়, দেশের নাম আবার উজ্জ্বল করেছ। আমি রাত ১টার সময় দেখছিলাম দেশের কয়েক কোটি লোক তোমার দিকে তাকিয়ে ছিল। ’। এরপর নীরজ বলেন,' আমি চেয়েছিলাম সোনা জিতে ফিরতে, কিন্তু আপনাকে যেটা বলেছিলাম, ওই চোটটাই ভোগাল। সেরাটা দিয়েছি, কিন্তু হয়নি। প্রতিযোগিতা বেশ কঠিন ছিল, এই পরিস্থিতিতে থেকে দেশের জন্য পদক জিতে আ✱নতে পেরে খুশি '।
তখন প্রধানমন্ত্রী বলেন, মন খারাপ করার কিছু নেই, কারণ গতবারও অত কঠিন পরিস্থিতি থেকে দেশকে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক এনে দিয়েছিল নীরজ। তবে চোট কীভাবে সাড়ানো যায়,তা জানতে চান প্রধানমন্ত্রী। পাল্টা নীরজ চোপড়া প্রধানমন্ত্রীকে বলেন,চোট নিয়ে তিনি তাঁর মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলবেন। আগামী দিনে আরও প্রতিয🔯োগ♔িতা আসছে সেগুলোতেও নিজের সেরাটা দিতে চাইবেন,এবং পদক জিততে চাইবেন ।
আরও পড়ুন-‘ভারতে মাঠ ছোট, উইকেট ব্যাটিং সহায়ক!’ ওডিআই সিরিজ জিতেই রোহিতদের খোঁচা থিকসা🍒নার…
এরপর প্রধানমন্ত্রী খবর নেন তাঁর মায়ের। জꦗানতে চান, ‘মাও কি খেলার সঙ্গে জড়িত ছিল, খেলার যে স্পিরিট থাকে সেটা উনি খুব ভালো ভাবে দেখিয়েছে। আর্শাদকে নিয়ে তোমার মা বলেছে, ও তো আমার ছেলেরই মতো। তাই উনিও খুব ভালো খেলার স্পিরিট দেখিয়েছে। ওনাকেও অনেক শুভেচ্ছা। ’
এরপর নীরজ বলেন, ‘মা কখনই খেলাধুলা সেভাবে করতেন না, তবে হরিয়ানায় খেলার একটা পরিবেশ রয়েছে, তাই হয়ত ছোটবেলায় খেলে থাকতে পারে। এটা এমন একটি প্রতিযোগিতা যেখানে💙 সেই দিনটা যার হয়, সেই জেতে'।
পাল্টা প্রধানমন্ত্♓রী নীরজকে বলেন, ' শুধু দিন নয়, এই সাফল্যের পিছনে তোমার কঠোর পরিশ্রম রয়েছে, ওটা ছাড়া কিছুই হয়না। এখন মন থেকে সোনার কথা ভুলে যাও। এই সাফল্য কম নয়। দুবার অলিম্পিক্স পদক জয় কিন্তু মুখের কথা নয়, খুব কম লোকই আছে যারা এরকম পদক জিতেছে। পরের বার যখন দেখা হবে তোমার সঙ্গে তখন তোমার চোট নিয়ে আলোচনা করবে, যে কীভাবে ঠিক করা যায়। আমরাই বা আর কি কি করতে পারি তোমার জন্য। তোমায় অনে🌳ক অনেক শুভেচ্ছা নীরজ। ’
আরও পড়ুন-ফিক্সিংয়ের প্রস্তাব চেপে গেছিলেন! লঙ্কান🐼 ক্রিকেটা🐈রের জবাব তলব আইসিসির!
এরপর নীরজও বলেন, ‘আমি এখন চেষ্টা করব আরও মেহনত করে দেশকে গর্বিত করতে। এখনও অনেকটা ꩲপথ বাকি আছে, আরও খেলা বাকি। আরও বেশি করে পরিশ্রম করে নিজের সেরাটা বের করে আনার চেষ্টা ꩲকরব, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।