পুরুষাঙ্গের ধাক্কায় অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন ভেঙে গেল ফ্রানᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্সের অ্যান্থনি আম্মিরাতির? প্যারিস অলিম্পিক্সে পুরুষদের পোলভল্টের কোয়াফিকেশন রাউন্ডে যা ঘটল, তা দেখে এমনই দাবি করেছেন অনেকে। সেই ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের মতে, যে উচ্চতা পার করলে পোলভল্টের ফাইনালে উঠতে পারতেন ফ্রান্সের অ্যাথলিট, সেটা প্রায় পার করে ফেলছিলেন। কিন্তু পুরুষাঙ্গের ধাক্কায় ‘বার’ পড়ে যায়। তার ফলে ফাইনালেই কোয়ালিফাই করতে পারেননি ফ্রান্সের অ্যাথলিট। আর সেই ভিডিয়ো দেখে নিজেদের হাসি থামাতে পারেননি নেটিজেনদের একাংশ। বিচিত্র সব মন্তব্যও করা হয়েছে।
ঠিক কী হয়েছিল?
শনিবার পুরুষদের পোলভল্টের কোয়াফিকেশন রাউন্ড চলছিল। প্রথমবারের চেষ্টায় ৫.৪ মিটারের উচ্চতা পার করে ফেলেন আম্মিরাতি। দ্বিতীয়বারের চেষ্টায় পার করে ফেলেন ৫.৬ মিটারের উচ্চতা। তৃতীয় চেষ্টায় 'বার'-র উচ্চতা ছিল ৫.৭ মিটার। সেটা পার করতে গিয়ে প্রথম পা দিয়ে ‘বার’-এ ধাক্কা মারেন। নড়ে যায় 'বার'। আর শেষপর্যন্ত তাঁর পুরুষাঙ্গের ধাক্কায় পুরো ‘বার’ প𓂃ড়ে যায় বলে দাবি করেছেন নেটিজেনরা।
সেটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়ায় আম্মিরাতির কাছে। দ্বাদশ স্থানে শেষ করেন ফ্রান্সের অ্যাথলিট। যে ১০ জন অ্যাথলিট ফাইনালের টিকিট পান, তাঁদের মধ্যে আটজন ৫.৭৫ মিটার উচ্চতা পার করেন। শেষ দুটি স্থানে যে দু'জন অ্যাথলিট ছিলেন, তাঁরা পার করেন ৫.৭ মিটার। ফলে ৫.৭ মিটারের উচ্চ♐তা যদি পার করে ফেলতে পারতেন আম্মিরাতি, তাহলে তাঁর একটা সুযোগ থাকত।
হেসে খুন নেটিজেনরা
আর আম্মিরাতির স্বপ্নভঙ্গের মধ্যেই তাঁর সেই তৃতীয় চেষ্টার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, 'পার করতে পারেননি অ্যান্থনি আম্মিরাতি। আর কী কারণে তিনি সেটা পারেননি, তা ব্যাখ্যা করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ধারাভাষ্যকাররাও। প্লিজ, কেউ আমায় বাঁচান। হাসতে-হাসতে মরে যাচ্ছি।' অপর এক নেটিজেন বলেন, ‘একবার শুধু ভাবুন, চার বছর ধরে এটার প্💟রস্তুতি নিচ্ছেন। আর এই কারণে নাকি অলিম্পিক্স থেকে ছিটকে যেতে হচ্ছে।’
যদিও সেইসবের মধ্যেই এক নেটিজেন বলেছেন, ‘এসব ফালতু তত্ত্ব উদ্ভাবন করা বন্ধ করুন। বারে প্রথমে হাঁটু ঠেকেছিল অ্যান্থনি আম্মিরাতির।’ যদিও ওই নেটিজেনের কথায় তেমন পাꦯত্তা দেননি বাকিরা। বরং পুরুষাঙ্গের ধাক্কায় আম্মিরাতির অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্নভঙ্গ হয়ে যাওয়ার তত্ত্বে অনড় আছেন তাঁরা।
পা ও পুরুষাঙ্গের ধাক্কায় আগেও পড়েছে বার
তবে এই প্রথমবার এরকম পা এলং পুরুষাঙ্গের ধাক্কায় 'বার' পড়ে গেল না। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে একইরকম ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনার শিকার হয়েছিলেন জাপানের অ্যাথলিট হিরোকি ওগিটা। প্রাথমিকভাবে তিনি দাবি করেছিলেন যে তাঁকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। পরবর্তীতে অবশ্য মজাও ক﷽রেছিলেন সেই ঘটনা নিয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।