নীরজ চোপড়া অনায়াসে ফাইনালের টিকিট নিশ্চিত করলেও ব্যর্থ হলেন শিবপাল সিং। জ্যাভেলিন থ্রো-র ফাইনালে নীরজের সঙ্গী হতে পারলেন না শিবপাল। কোয়ালিফিকেশন রাউন্ডের এ-গ্রুপে এক নম্বরে থꦦেকে ফাইনালে ওঠেন নীরজ। বি-গ্রুপের বাধা টপꦅকাতে না পারায় বিদায় নিতে হয় শিবপালকে
কোয়ালি♐ফিকেশন রাউন্ডের বি-গ্রুপে ১৬ জন অ্যাথলিটের মধ্যে ১২ নম্বরে থেকে লড়াই শেষ করেন শিবপাল। তিনবারের প্রচেষ্টায় তিনি সবথেকে বেশি ৭৬.৪০ মিটার থ্রো করেন, যা তাঁকে ফাইনালের টিকিট এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটে♚ওর জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।