ইজরায়েলের প্রতিপক্ষের ব🔯িরুদ্ধে লড়াইয়ে নামতে না চাওয়ায় আরও একজন অ্যাথলিটকে টোকিও অলিম্পিক্স থেকে দেশে ফেরত পাঠানো হল। সুদানের জুডোকা মহম্মদ আব্দালরসুল ইজরায়েলের তোহার বাটবুলে༺র বিরুদ্ধে লড়াইয়ে নামতে রাজি হননি।
ছেলেদের ৭৩ কেজি বিভাগের ♒রাউন্ড অফ ৩২-এ বাটবুলের সঙ্গে লড়াই ছিল আব্দালরসুলের। তবে তিনি ইজরায়েলের প্রতিপক্ষের মুখোমুখি হননি। এমনটা নয় যে, আগেই লড়াইয়ে নামবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আব্দালরসুল। বরং ইভেন্টের আগে ওয়েট ক্যাটাগরি যাচাই করার দিনেও উপস্থিত ছিলেন তিনি।
(টোকিও ꦯঅলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
আন্তর্জাতিক জুডো সংস্থার তরফে প্রাথমিকভাবে সুদানের জুডোকার ম্যাচ থেকে সরে দাঁড়ানোর কোনও কারণ জানানো হয়নি। সুদানের অলিম্পিক কর্তারাও এই নিয়ে মুখ খোলেননি। এমনকি আব্দালরসুলও এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। যদিও বাটবুল জানান যে, ইজরায়েলের টিম ম্যানেজমেন্টের তরফে তাঁকে জানানো হয়েছে সুদানের প্🎃রতিপক্ꦬষের কাঁধে চোট ছিল বলেই তিনি সরে দাঁড়িয়েছেন।
যদিও পরে জানা যা🐻য় আসল কারণ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেই জানানো হয় যে, ঠিক যে জন্য আলজেরিয়ার জুডোকা ফেথি নউরিন বাটবুলের বিরুদ্ধে প্রথম রাউন্ডের লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন, ইভেন্ট থেকে আব্দালরসুলের নাম তুলে নেওয়ার কারণও সেই একই। তিনিও ইজরায়েলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জ꧒ানাতেই সরে দাঁড়িয়েছেন ম্যাচ থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।