প্যারিসে টানা দ্বিতীয় অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পাওয়ার পর শনিবার দিল্লিতে ফিরেছে ভারতীয় হকি দল। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হরমনপ্রীত সিংরা পৌঁছলে, তাঁদের স্বাগত জানানোর জন্য মানুষের ঢল ছিল। আবেগে ভেসে যান ভারতীয় হকি টিমের প্লেয়াররা। বিমানবন্দরের বাইরে ঢোলের তালেও নাচতে দেখা যায় তাঁদের। রাজধানীতে হরমনপ্রীতদের♋ 𝓀ফুলে-মালায় বরণ করে নেওয়া হয়।
পুরো ভারতীয় দল অবশ্য দেশে ফেরেনি। পিআর শ্রীজেশ, অমিত রুইদাস, রাজকুমার পাল, অভিষেক, সুখজ💫িৎ সিং🌞রা থেকে গিয়েছেন সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। শ্রীজেশ ও মনু ভাকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক। হরমনপ্রীত সিং সহ হকির দলের বাকি সদস্যরা শনিবার সকালে ভারতে ফেরেন।
আরও পড়ুন: ২১ বছর ২৪ দিন বয়সে অলিম্পিক্সে ব্রোঞ্জℱ জিতে ইতিহাস আমনের, ভাঙলেন ৮ বছর আগের সিন্ধুর রেকর্ড
ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে হরমনপ্রীত সিং জোড়া গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা নেন। এদিন দেশে ফেরার পর ভারত অধিনায়ক বলেন, ‘আমরা 🎶সমস্ত সমর্থন পেয়েছি, এবং আমাদের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করা হয়েছিল। আমি সত্যিই ধন্যবাদ জানাতে চাই..🍸. আমরা খুব খুশি এবং গর্বিত।’
তিনি আরও যোগ করেনཧ, ‘এটি হকির জন্য একটি বড় প্রাপ্তি। হকির প্রতি যে ভালোবাসা বর্ষণ করা হচ্ছে, তা আমাদের দায়িত্বকে দ্বিগুণ করে দিয়েছে। আমরা চেষ্টা করব যখনই মাঠে নামব, তখনই একটি পদক নিয়ে ফিরে আসার।’
আরও পড়ুন: চোট না থাকলে আরও চার মিটার বেশি ছুড়তে পা꧑রতাম… সোনা হারিয়ে আফসোস নীরজ চোপড়ার
হরমনপ্রীত বলেছেন যে, দেশে ফেরার পর উষ্ণ অভ্যর্থনা তাঁকে বেশ অভিভূত করেছে। তাঁর দাবি, ‘ভারতীয় অনুরাগীরা ব্রোঞ্জ পদক জয়ের জন্য আমাদের যে ভাবে স্বাগত জানিয়েছে, যেভাবে অভিনন্দন জানাতে এসেছে, সেটা খুবই হৃদয়গ্রাহী। আমরা অলিম্পিক্সের জন্য প্রস্তুতিতে কোনও খামতি রা🍰খিনি। এবং সেই প্রচেষ্টার ফল পাওয়া এবং পুরো দেশকে এই পদক জয়ের আনন্দে অভিভূত হতে দেখাটা, এক অবর্ণনীয় অনুভূতি।’
ভারতীয় দলের সহ-অধিনায়ক এবং প্রথম বারের মতো ব্রোঞ্জ পদক জয়ী হার্দিক সিং বলেছেন, গেমসের সময়ে খেলোয়াড়রা একে অপরের প্রতি পুরোপুরি꧂ বিশ্বাস রাখার জন্যই সাফল্য পেয়েছে। তিনি বলেছেন, ‘আপনি একটি পদক্ষেপ মিস করলেও, আর একজন সতীর্থ সেটা ধামাচাপা দেওয়ার জন্য ছিল, সেই বিশ্বাসটাই আমাদের মাঠে সব সময়ে সেরাটা দিতে সাহায্য করেছে।’
তিনি আরও যোগ করেছেন, ‘গ্রেট ব্রিটেনের বিপক্ষে ম্যাচটি সত্যিই দার💃ুণ ছিল। ফরোয়ার্ডদের পিছনে ছিল মিဣড-ফিল্ডাররা, ডিফেন্ডাররা আবার মিড-ফিল্ডারদের সমর্থন করছিল এবং অন্য সব কিছু ব্যর্থ হলেও, আমাদের কাছে বড় ভরসার জায়গা ছিল পিআর শ্রীজেশ। যিনি আমাদের রক্ষা করে গিয়েছেন।’
১৯৭২♋ সালের পর প্রথম বার ভারত পরপর দুই অলিম্পিক্সে পদক পেল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পায় ভারত। মাঝে ৫২ বছর পর অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পায় টিম ইন্ডিয়া। তারা ব্রিটেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরও একটি অলৌকিক জয় তুলে নেয়, যেখানে দলটি ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জনে খেলে ১-১ ফল রেখেছিল। এবং ম্যাচটি পেনাল্টি শুটআউটে নিয়ে গিয়েছিল। এবং এর পর শ্রীজেশ অনবদ্য পারফরম্যান্স করে ভারতকে ম্যাচ জেতায়। আর ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারত ২-১ গোলে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জেতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।