রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ীর কা꧒ছে পরাজিত হলেন লন্ডন অলিম্পক্সের ব্রোঞ্জ জয়ী বক্সার মেরি কম। টোকিওয় ✱মেয়েদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের দ্বিতীয় ম্যাচে (রাউন্ড অফ ১৬) কলম্বিয়ার ইংগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে চোয়ালচাপা লড়াই সত্ত্বেও হার মানলেন মেরি।
দু'টি রাউন্ডে আধিপত্য দেখিয়েও স্প্লিট ডিসিশনে ২-৩ ব্যবধানে হার মানতে🐼 হয় ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় বক্সারকে।
প্রথম রাউন্ডে পাঁচ বিচারকের মধ্যে ৪ জন এগিয়ে রাখেন কলম্বিয়ার বক্সারকে। একজন রায় দেন মেরির অনুকূলে। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে তিনজন বিচারক মেরিকে এগিয়ে রাখেন। ২ জন ভ্যালেন্সিয়াকে সমর্থন করেন। তা সত্ত্বেও তিন রাউন্ড🐬 মিলিয়ে পয়েন্টের নিরিখে তিন বিচারককে পাশে পেয়ে যান ভ্যালেন্সিয়া।
বাউটের স্কোর:-
প্রথম রাউন্ডে মেরি বনাম ভ্যালেন্সিয়া: ৯-১০, ৯-১০, ১০-৯, ৯-১০, ৯-১০
দ্বিতীয় রাউন্ডে মেরি বনাম ভ্যালেন্সিয়া: ৯-১০, ৯-১০, ১০-৯, ১০-৯, ১০-৯
তৃতীয় রাউন্ডে মেরি বনাম ভ্যালেন্সিয়া: ৯-১০, ১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯
মেরি বনাম ⭕ভ্যালেন্সিয়া সার্বিক স্কোর: ২৭-৩০, ২৮-২৯, ৩০-২৭, ২৮-২৯, ২৯-২৮
(টো𒅌কিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান🔯 টাইমস বাংলায়)
সুতরাং, তৃতীয় ও পঞ্চম ꦿবিচারকের তিন রাউন্ড মিলিয়ে সার্বিক রায় মেরির অনুকূলে 💛যায়। বাকি তিনজনের রায় যায় ভ্যালেন্সিয়ার পক্ষে। টোকিও অলিম্পক্সে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন মেরি কম। তাঁর হেরে যাওয়া নিঃসন্দেহে ভারতীয় শিবিরে বড় ধাক্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।