রবিবার পয়লা অগস্ট মোটের ওপর দিনটা ভালই গেছে ভারতীয় অ্যাথলিটদের। দিনের শুরুতে সতীশ কুমার বক্সিংয়ে সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বিভাগে বিশ্বের এক নম্বর উজবেকিস্তানের বাখোদির জালোলভের কাছে পরাজিত হলেও সাত সাতটি সেলাই নিয়ে দ🧜ুরন্ত লড়াই করেন।
তবে বেলা গড়ালে চিত্রটি বদলায়। পিভি সিন্ধুর ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়ের পাশপাশি সেমিফাইনালে নিজেদের জ🌃ায়গা পাকা করে ভারতীয় পুরুষ হকি দলও। সোমবার (২ অগস্ট) একই সুযোগ থাকছে মহিলা হকি দলের কাছেও। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের লড়াইটা বেশ কঠিন হতে চলেছে। পাশপাশি পদক জেতারও সুযোগ রয়েছে ভারতীয় অ্যাথলিটদের কাছে। ভারতীয়দের মধ্যে মেডেল জিততে পারেন দ্যুতি চাঁদ, কমলপ্রীত কৌরেরা।
∆ অ্যাথলেটিক্স:-
সকাল ৭.২৪টা, মহিলাদের ২০০ মিটার রাউন♔্ড ১ হিটস, দ্যুতি চাঁদ (হিট ৪), কোয়ালিফাই করলে ফাইনাল বিকেল ৪.৩﷽০
বিকেল ৪.৩০, ডিসকাস থ্রো ফাইনাল, কমলপ্রীত কৌর
∆ হকি:-
সকাল ৮.৩০টা, হকꦫি কোয়ার্টার ফাইনাল , ভারতীয় মহিলা হকি দল (অস্ট্রেলিয়া বনাম ভারত)
∆ শুটিং:-
সকাল ৮টা, ৫০ মিটার রাই💜ফেল ৩ পজিশন, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার ও সঞ্জীব রাজপুত, কোয়ালিফাই করলে ফাইনাল দুপুর ১.২০ টা
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য꧑ চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
∆ ইকুয়েস্ট্রিয়ান:-
দুপুর ღ১.৩০টা, ফওয়া💝দ মির্জা, ইভেন্ট জাম্পিং, ব্যক্তিগত কোয়ালিফায়ার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।