অবশেꦉষে টোকিও অলিম্পিক্স থেকে ফের খুশির খবর পেল ভারত। বক্সিং থেকে পদক জয় নিশ্চিত🥃 করলেন লভলিনা বড়গোহাঁই।
মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) ইভেন্টের সেমিফাইনালে উঠে টোকিওয় পদক জয় নিশ্চিত করেন লভলিনা। কোয়ার্টার ফাইনাল বাউটে তিনি পরাজিত করেন চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চ♋েনকে𝓀।
(টোকিও অলিম🌠্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
মেরি কমকে নিয়ে প্রত্যাশা ছিল ভারতীয় ক্রীড়ামহলের। চোয়ালচাপা লড়াই চালিয়েও বিদায় নিতে হয়েছে তাঁকে। শুক্রবা🎀রই মেয়েদের বক্সিং থেকে ছিটকে গিয়েছেন ভারতের সিমরনজিৎ কউর। তবে যাবতীয় ব্যর্থতা দূরে ছুঁড়ে ফেললেন লভলিনা। চলতি টোকিও অলিম্🌊পিক্স থেকে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করে ফেলেন তারকা বক্সার।
কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ডে তিন বিচারকের আস্থা আর্জন করেন রেড কর্ণারের লভলিনা। তিনি প্রথম রাউন্ডে লিড নেন ১০-৯, ৯-১০, ৯-১০, ১০-১০, ১০-৯ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে পাঁচ বিচারককেই ন💟িজের পারফর্ম্যান্স দিয়ে খুশি করেন ভারতীয় বক্সার। তিনি দ্বিতীয় রাউন্ডে লিড নেন ১০-১০, ১০-৯, ১০-১০, ১০-৯, ১০-১০ ব্যবধানে। তৃতীয় রাউন্ডে চারজন বিচারকের আনুকূল্য পেয়ে যান লভলিনা। তৃতীয় রাউন্ডের স্কোর ১০-১০, ১০-৯, ৯-১০, ১০-১০, ১০-৯। সার্বিকভাবে লভলিনা বাউট জেতেন ৩০-২৭, ২৯-২৮, ২৮-২৯, ৩০-২৭, ৩০-২৭ ব্যবধানে।
সেমিফাইনাল বাউটে লভলিনা রিংয়ে নামবেন তুরস্কের সুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে। সেমিফাইনালে উঠে অন্ততপক্ষে ব্রোঞ𒁏্জ পদক নিশ্চিত করে ফেলেছেন লভলিনা। ফাইনালে উঠতে পারলে গোল্ড মেডেলের জন্য ঝাঁপাতে পারবেন ভারতীয় তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।