দীর্ঘ ছ' বছর বন্ধ ছিল পি সেন ট্রফি। অবশেষে এই বছর ফের শুরু হল এই টুর্নামেন্ট। রবিꦍবার ইডেনে শুরু হয়েছে পি সেন ট্রফি। আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিল মোহনব🐎াগান। এরিয়ানকে হারিয়ে পি সেন ট্রফি জয় দিয়ে শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। পি সেন ট্রফিতে শুধু মোহনবাগানই নয়। জয় পেয়েছে ভবানীপুর ক্লাব। তারা নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে।
প্রথম ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে মোহনবাগান ৪৩০ রানের পাহাড় গড়ে। দুরন্ত ছন্দে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে শাকি হাবিব গান্ধীও শতরান হাঁকান। প্রথম উইকেটেই ২৭১ রান তুলে ফেলে অভিমন্যু-শাকিব জুটি। মাত্র ১১১ বলে ১৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাংলা🦂র তারকা ব্যাটার। আর শাকিব হাবিব ১০৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
দুই ওপেনার সাজঘরে ফিরলেও অবশ্য বাগানের স্কোরবোর্ডে রান যোগ হতে থাকে। ဣশেষ পাতে দীপক পুনিয়ার ২৫ বলে ৬১ রান এবং অভিষেক পোড়েলের ১৫ বলে ২৪ রান বাগানকে ৪০০ রানেক গণ্ডি টপকাতে সাহায্য করে। শেষ পর্যন্ত🍒 ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৩০ রান করে সবুজ-মেরুন ব্রিগেঢ।
জবাবে ব্যাট করতে নেমে এরিয়ানের ব্যাটিং অর্ডারে একেবারে ধস নামে। মাত্র ১৭০ রানেই অলআউট হয়ে যায় তারা। এরিয়ানের হয়ে অনুজ কুমার সিং সর্বোচ্চ ৩৯ রান করেন। বাকিদের অবস্থা তথৈবচ। মোহনবাগানের হয়ে দীপক ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন। আকাশ পাণ্ডে ৪১ 🎃রান দিয়ে নেন ৩ উইকেট। ২৬০ꦬ রানে বড় জয় ছিনিয়ে নেয় মোহনবাগান।
আরও পড়ুন: ফিল্ডার নাকি উড়ন্ত বাজ, অꦓশ্বিনের ক্যাচের ভিডিয়ো দেখে সন্দেহ হবে আপনার
দ্বিতীয় ম্যাচে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে খিদিরপুর স্পোর্🃏টিংয়ের বিরুদ্ধে শুরুতে বেশ নড়বড় করলেও, শেষ পর্যন্ত ম্যাচ পকেটে পোড়ে ভবানীপুর। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে ছিল ভবানীপুর। ঋষি ধাওয়ানের ৪৮ রান এবং জেসল কারিয়ার ৪২ রান কিছুটা অক্সিজেন দেয়। ৩৬.২ ওভারে ১৭৫ রান করে ভবানীপুর। তবে খুব বেশি রানের পুঁজি না থাকলেও, ভবানীপুরের বোলাররা দুরন্ত পারফরম্যান্স করেন। বিশেষ করে ঋষি ধাওয়ান বল হাতে আগুনে মেজাজে ছিলেন। আর ঋষির দাপটেই খিদিরপুর ৩১.১ ওভারে মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেব অরুণ ছাপরানা। ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন ঋষি। ৪১ রানে ম্যাচ জেতে ভবানীপুর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।