দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এসএ ২০ টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের শেষ খেলায় মুখোমুখি হয় প্রিটোরিয়া ক্যাপিটালস এবং পার্ল রয়্যালস। আর এই ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালস ৫৯ রানে ম্যাচ জিতে নেয়। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে প্রিটোরিয়া ক্যাপিটালস। ফিল সল্ট ২১ বলে ৩৯ রান করেন। এবং কুশল মেন্ডিস ৪১ বলে ৮০ রানের ঝোড় ইনিংস খেলꦡেন। কুশলের ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে। কুশলের পাশাপাশি কলিন ইনগ্রাম ২১ বলে ৪১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। ব্যাটারদের দাপটে ২২৬ রান তোলে প্রিটোরিয়া ক্যাপিটালস।
আরও পড🤪়ুন: পূজারা বাদ, টেস্ট দলে সূর্যকে রেখে সমালোচনার মুখে প্রাক্তন নির্বাচক
২২৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলে মাত্র ৯ উইকেটে ১৬৭ রানে ꧙শেষ হয় পার্লের ইনিংস। ৫৯ রানে ম্যাচ জিতে নেয় ক্যাপিটালস। প𒊎ার্লের হয়ে জস বাটলার ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন। বাটলারের ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির সৌজন্যে। আর কেউ বড় রান করতে পারেননি। ফলে বাটলার একা চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি।
অবশ্য এই ম্যাচ না জিতলেও সেমি ফাইনালে জায়গা করে নিল পার্ল রয়্যালস। শেষ চারে জায়গা করে নিতে হলে এই ম্যাচ জিততেই হত বাটলারদের। কিন্তু তারা এই ম্যাচ জিততে পারেনি। ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় এবং ৫ ম্যাচে হারের পর বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে পার্ল। গত ম্যাচের ফলাফলের আগে পঞ্চম স্থানে ছিল তারা। চতুর্থ স্থানে ছিল ডারবনস সুপার জায়ান্টস। ১০ ম্যাচে তাদেরও পয়েন্ট ১৯। পার্ল এবং সুপার জায়ান্টস এই দুই দলের ম🧔ধ্যে কোনও একটি দলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত নাটকীয় ভাবে সেমিতে জায়গা করে নিল পার্ল। মাত্র ৪ রানের জন্য নকআউটে চলে গেল বাটলারের দল।
আরও পড়ুন: নাগপুর টেস্টের আগে ফর্মে ফ🔯েরার আর্জি নিয়ে সাই বাবার দ্বারস্থ রাহুল?
রানরেটের বিচারে পার্ল জায়গা করে নিল সেমি ফাইনালে। ম্যাচের একেবারে শেষ লগ্নে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। এমনিতেই ম্যাচ আগেই পকেটে পুরে নেয় ক্যাপিটালস। হার নিশ্𓃲চিত জেনেও সেমিতে জায়গা করে নেওয়ার জন্য লড়াই চালায় তারা। শেষ ওভারে উইকেটও হারায় পার্ল। কিন্তু ততক্ষণে নকআউটে জায়গা করে নেয় ডেভিড মিলারের দল। চরম নাটকের পর ম্যাচ হেরেও রান রেটের বিচারে সেমিতে পার্ল রয়্যালস। মাত্র ৪ রানের জন্য নকআউটে যেতে পারল না ডারবনস সুপার জায়ান্টস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।