টুর্🏅নামেন্ট শুরু হতে হাতে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ লিগের জন্য ইতিমধ্যেই দল গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বরং বলা ভালো যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের নির্ভরযোগ্য ক্রিকেটারদের বিদেশি লিগেও ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মুম্বই ফ্র্যাঞ্চাইজি ডেওয়াল্ড ব্রেভিসকে ধরে রাখার পাশাপাশি রশিদ খান, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদাকে দলে নিয়েছে নতুন এই লিগের জন্য। দিল্লি ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে এনরিখ নরকিয়া✱কে। সঙ্গে তারা দলে নিয়েছে মিগুয়েল প্রিটোরিয়াসকে। এবার রাজস্থান ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগের জন্য চারজন ক্রিকেটারকে সই করাল।
রাজস্থান রয়্য😼ালস ফ্র্যাঞ্চাইজি তাঁবু গাড়ছে পার্ল-এ। সেই অনুযায়ী নতুন লিগে তাদের পরিচিতি পার্ল রয়্যালস হিসেবে। রাজস্থান রয়্যালস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যে, পার্ল রয়্যালসের জন্য তারা সই করিয়েছে জোস বাটলার, ডেভিড মিলার, ওবেদ ম্যাককয় ও করবিন বশকে। উল্লেখ্যযোগ্য বিষয় হল, চার ক্রিকেটারই কখনও না কখনও আইপিএলে রাজস্থান রয়্যালসের স্কোয়াডে ছিলেন। মিলার ছাড়া বাকি তিনজন গত আইপিএলেও রাজস্থান শিবিরে উপস্থিত ছিলেন।
আর𝓡ও পড়ুন:- SA T20 League: 'ঘরের' নরখিয়া ও অনামী খেল😼োয়াড়কে নিলেন পন্তের DC-র মালিকরা!
বাটলার গত আইপিএলে রাজস্থান রয়্যালকে কার্যত একার কাঁধে টেনে নিয়ে যﷺান। তিনি ১৭ ম্যাচে ৫৭.৫৩ গড়ে ৮৬৩ রান করেন। ৪টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেন ব্রিটিশ তারকা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপের দখল নেন বাটলার। সঙ্গত কারণেই দক্ষিণ আফ্রিকার লিগেও তাঁকে নিজেদের দলে ধরে রাখতে ঝাঁপায় রয়্যালস ফ্র্যাঞ্চাইজি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।