বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল রটারডামে 🌠মঙ্গলবার (১৬ অগস্ট) থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা পাকিস্তান দলটি ১৮ এবং ২১ অগস্ট বাকি দু'টি ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তিন ম্যাচের সিরিজটি আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। যেখা𝕴নে সফরকারী দল ৯০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ থাকবে বাবরদের সামনে।
এই সিরিজে পাকিস্তানের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সামনেღ কিছু🀅 মাইলস্টোন স্পর্শ করার হাতছানি রয়েছে।
এক) ওয়ানডে-তে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি সেঞ্চুরি করা একমাত্র পাকিস্তানি অধিনায়ক হতে বাবর আজমের দরকার আরও একট🌸ি সেঞ্চুরি।
দুই) উইকেট-রক্ষক ꧃ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানের ওয়ানডে-তে ১০০ রান পূর্ণ করতে আরও ১ܫ৮ রান প্রয়োজন।
আরও পড়ুন: শাহিনের দলে না থাকা, আর বুমরাহর না থাকার মধ্যে অনেক তফাৎ- দা🍨বি পাক প🍎্রাক্তনীর
তবে এ সব🌸ের ম🌼াঝে খারাপ খবর হল, প্রথম দুই ম্যাচে পাকিস্তান তাদের তারকা ফাস্টবোলার শাহিন শাহ আফ্রিদিকে পাবে না। পাকিস্তান অধিনায়ক বাবর আজম এ কথা জানিয়ে দিয়েছেন।
হাঁটুর চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে প্রথম দুই ম্যাচে বিশ্বের তিন নম্বর ওয়ানডে বোলার শাহিন শাহ আফ্রিদিকে পাওযা যাবে না। সফরকারী দল পাকিস্তান শিদাম ক্রিকেট গ্রাউন্ডে তাদের প্রথম অনুশীলন সেশন করেছিল। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় প্রশিক্ষণ সেশন তাদের রটারডামের ইন্ডোরেই করতে হয়। বাবর বলেন, ‘প্রথম বার নেদারল্যান্ডসে এসে দারুণ লেগেছে। এখানকার আবহাওয়া ও আতিথেয়তা খুবই ভালো এবং আমাদের খুব ভালো ভাবে দেখাশোনা করা হচ্ছে।ꦦ’
আরও পড়ুন: সচিনকে আমি চ💫িনতামই না, সাকলিন ওর কথা বলেছিলেন- কিংবদন্তিকে নিয়ে আজব দাবি শোয়েবের
তিনি আরও যোগ করেছেন, ‘আমি নেদারল্যান্ডস ক্রিকেটকে অনুসরণ করি এবং খেলার প্রতি ওদের আবেগ দেখে মুগ্ধ। আমি আন্ꦯতরিক ভাবে আশাবাদী যে, এই ওয়ানডে সিরিজটি এই অঞ্চলে ক্রিকেটের প্রসার ঘটাবে। তবে আমাদের মধ্যে আত্মতুষ্টি না আসে, সে দিকে নজর রাখতে হবে। শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে ꦚতরুণদের জন্য নিজেদের প্রমাণ করা এবং দক্ষতা দেখানোর এটি একটি বড় সুযোগ। আমরা ব্যাট এবং বলের মধ্যে একটি ভালো প্রতিযোগিতার অপেক্ষায় আছি এবং আমি আশা করি, ভক্তরা সিরিজটি দেখতে প্রচুর সংখ্যায় আসবেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।