ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সেই অস্বস্তিকর জ্বালা নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছে পাক ক্রিকেট দল। এর মাঝে অনেক পরিবর্তন ঘটেছে𒁏 পাকিস্তান ক্রিকেটে। বদলেছে পাক বোর্ডের চেয়ারম্যান। বদল এসেছে নির্বাচক কমিটিতেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে দুটি পরিবর্তন ঘটিয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদ এবং বাঁহাতি পেসার মীর হামজাকে দলে নেওয়া হয়েছে। তাঁরা দুজনেই প্রায় চার বছরের বেশি সময় দলের বাইরে ছিলেন।
মহম্মদ রিজওয়ানকে বাদ দিয🔥়ে নেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে। এই সিদ্ধান্তকে বিদ্রুপ করতে শুরু করেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রোষের মুখে🐬 পড়েছে পাকিস্তানের নির্বাচকমন্ডলী। উল্লেখ্য সদ্য নির্বাচন কমিটির প্রধান হয়েছেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।
টিম সাউদির নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধ𒁃ান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টসের পর তিনি জানান ২০১৯ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ🅺 টেস্ট খেলা সরফরাজকে প্রথম একাদশে রাখা হয়েছে। সেইসঙ্গে মীর হামজাকেও দলে নেওয়া হয়েছ।
আরও পড়ুন:- প্রয়াত সুনীল গাভাসকরের মඣা, কর্তব্যে অবিচল সানি মাঝপথেই ধারাভাষ্য ছেড়ে আসেননি
অন্তর্বর্তীকালীন প▨্রধান নির্বাচক শাহিদ আফ্রিদি দায়িত্ব নেওয়ার পরে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে এই দুজনের কথা বলেছিলেন। সিরিজ শুরু হওয়ার আগে তিনি পাকꦦিস্তান অধিনায়কের সাথে প্রথম একাদশ কী হবে সেই নিয়ে আলোচনাও করেছিলেন।
নির্বাচকমন্ডলীর এই সিদ্ধান্ত ও প্রথম একাদশে সারফরাজের ফিরে আসা নিয়ে উত্তাল সামাজিক মাধ্যম। টুইটারে একজন বলেছেন, ‘সরফরাজ আহমেদের জন্য এটা খুব ভালো। কিন্তু কোনও খেলোয়াড়কে মাত্র ছয়টা ইনিংস দিয়ে বিচার করা🍌 ঠিক নয়।’
আরও পড়ুন:- AUS vs SA: যেন উড🌠়ন্ত বাজ মার্নাস, মেলবোর্নে দুর্ধর্ষ ক্যাচ ল্যাবুশানের, ভিডিয়ো
আরেক ব্যক্তি টু꧋ইট করে বলেছেন, ‘আফ্রিদি আপনি মহম্মদ রিজওয়ানের সঙ্গে এটা ভালো করলেন না।’ পাকিস্তান ক্রিকেটমহলে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই সিদ্ধান্তের পিছনে কার হাত রয়েছে! আফ্রিদি নাকি আজমের। রহস্য দেখা দিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।