শনিবার প্যারিস অলিম্পিক্সের প্রথম দিনে একমাত্র শুটিং থেকে একটি পদক জয়ের সম্ভাবনা ছিল ভারতের। যদিও সেই সম্ভা🧜বনা বাস্তবের রূপ পায়নি। তবে দ্বিতীয় দিনে গেমসে একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার।
রবিবার শুটিং থেকে ভারতকে পদক এনে দিতে পারেন মনু ভাকের। সেক্ষেত্রে তিনিই হতে পারেন প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদকজয়ী। এ﷽ছাড়া তিরন্দ👍াজিতে মেয়েদের দলগত বিভাগে পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। শুটিং ও তিরন্দাজি ছাড়া ভারতীয় তারকারা রবিবার লড়াই চালাবেন রোয়িং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার ও বক্সিংয়ে। যদিও বেশিরভাগ ম্যাচ হয় যোগ্যতা অর্জন পর্বের, নতুবা গ্রুপ লিগের।
রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি
শুটিং:-
বেলা ১২টা ৪৫ মিনিট: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের 🐎যোগꦍ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল।
দুপুর ২টো ৪৫ মিনিট: ♒ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন সন্দীপ সিং ও অর্জুন বাবুটা।
💙 দুপুর ৩টে ৩০ মিনিট: মেয়েদের♛ ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে নামবেন মনু ভাকের।
রোয়িং:-
দুপুর ১টা ৬ মিনিট: মেনস সিঙ্গলস স্কালসের রেপেচেজে নামছেন🌱 বলর♛াজ পানওয়ার।
ব্যাডমিন্টন:-
বেলা ১২টা ৫০ মিনিট: উইমেন্স সিঙ্গলের গ্রুপ ম্যাচে মলদ্বীপের ফাথিমাথ নাবাহার 𒐪বিরুদ্ধে🔯 লড়াই পিভি সিন্ধুর।
রাত ৮টা: মেনস সিঙ্গলসের গ্রুপ ম্যাচে জার্মানির ফ্যাবিয়ান রথের বিরু🐽দ্ধে লড়াই এইচএস প্রণয়ের।
টেবিল টেনিস:-
দুপুর ২টো ১৫ মিনিট: উইমেন্স সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে সুইডেনের ক্রিশ্চিনা কালꦬবার্গের বিরুদ্ধে লড়াই শ্রীজা আকুলার।
দুপুর ৩টে: মেনস সিঙ্গলস💦ের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে স্লোভেনিয়ার ডেনি কজুলের বিরুদ্ধে লড়াই শরথ কমলের।
বিকাল ৪টে ৩০ মিনিট: উইমেন্স সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে গ্রেট ব্রিটেনের অ্যানাဣ হার্ꦜসির বিরুদ্ধে লড়াই মনিকা বাত্রার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।