শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসে শুক্রবারে ভারতীয় অ্যাথলি🐓টরা প্রথমবার নেমেছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। যেখানে ৫০০০ মিটার দৌড়ে ভারতের হয়ে নেমেছিলেন দুই ভারতীয় অ্যাথলিট। এদিন হিটের লড়াইতে ছিলেন পারুল চৌধুরী এবং অঙ্কিতা ধ্যানি। তারা ট্র্যাকে নিজেদের সেরাটা উজাড় করে দেন এদিন। তবে নিজেদের সেরাটা দিয়েও তারা ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে পৌঁছাতে পারেননি।
শুক্রবার প্যারিসে মোটের উপর দিনটা ভালোই কেটেছে ভারতীয় স্কোয়াডের। সেখানে পারুল বা অঙ্কিতারা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফাইন🐷ালে পৌঁছাতে পারলে একটা আলাদ🦩া মাত্রা যুক্ত হতে পারত। কিন্তু সেটা বাস্তবে সম্ভব হল না। পারুল চৌধুরী শেষ করেছেন ১৪তম স্থানে। অপর ভারতীয় প্রতিযোগী অঙ্কিতা ধ্যানী শেষ করেছেন ২০তম স্থানে।
৫০০০ মিটারের প্রতি হিট থেকে প্রথম আটে শেষ করা প্রতিযোগীরা এদিন পৌঁছাতেন ফাইন🅘ালে। সেখানে পারুল এদিন মরশুমে নিজের সেরা পারফরম্যান্স করেছেন। তা🥀ঁর জাতীয় রেকর্ডের কাছাকাছিও তিনি পৌঁছে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা করতে পারেননি।
এদিন এই বিভাগে প্রত্যাশামতোই প্রথম হয়ে ফাইনালে গিয়েছেন কেনিয়ার ফেথ কিপইয়েগন। টোকিও অলিম্পিক গেমসেও এই বিভাগে সোনা জয়ী তিনি। সেই সোনা ধরে রাখার লড়াইতে আরো একধাপ এদিন এগিয়ে গ🍨িয়েছেন তিনি। ১৪:৫৭:৫৬ সেকেন্ড সময়ে নিজের꧒ দৌড় শেষ করে এদিন প্রথম হয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তিনি।
আরও পড়ুন:- 🧸Paris Olympics: হকিতে দুরন্ত ছন্দে ভারত, লিগের ৫ ম্যাচে কেমন খেললেন হরমনপ্রীতরা?
১৪:৫৭:৬৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। এই মুহূর্তে ৫০০০ মিটারের বিশ্ব রেকর্ডধারী ইথিওপিয়ার সেগে ১৫:৫৭:৮৪ সেকেন্ড সময়ে শেষ করে পঞ্চম স্থানে থে💃কে পৌঁছে গিয়েছেন ফাইনালে।
দুটি হিটের প্রথম আটজন অর্থাৎ মোট ১৬ জন অ্যাথলিট গিয়েছেন ফাইনালে। এই ৫০০০ মিটার রেসে পারুল চৌধুরী কোয়ালিফাই করেছিলেন বিশ্ব ক্রমতালিকায় তাঁর অবস্থানের ভিত্তিতে। কারণ সরাসরি যোগ্যতা অর্জনের জন্য যে মানদন্ড ছিল ১৪:৫২:০০ সেকেন্ডের তা অর্জন করতে পারেননি। অঙ্কিতাও একইভাবে কোয়ালিফাই করেছিলেন। এদিন পারুল তাঁ📖র দৌড় শেষ করেছেন ১৫ মিনিট ১০:৬৮ সেকেন্ডে। হিটে শেষ করেছেন ১৪তম স্থানে। তাঁর জাতীয় রেকর্ডটি রয়েছে ১৫ মিনিট ১০:৩৫ সেকেন্ডের। অন্যদিকে অঙ্কিতা শেষ করেছেন ২০তম স্থানে। হিটে সবমিলিয়ে তাঁর অবস্থান ৪০তম স্থান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।