আগের চেয়ে অনেক ভালো আছেন কিংবদন্তি পেলে। তাঁকে দু' একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। ক্রিসমাসটা তিনি পরিবারের লোকজনের সঙ্গেই কাটাবেন। এমনটাই জানিয়েছেন তাঁর মেয়🌜ে কেলি নাসিমেন্টো।
বুধবার রাত থেকেই পেলেকে ঘিরে ফের দেখা দিয়েছিল ෴উদ্বেগ। মাত্র দু' মাসের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে। তবে এখন সুস্থই রয়েছেন কিংবদন্তি ফুটবলার। এবং ভয়ের কোনও কারণ ꦗনেই বলেই জানিয়েছেন পেলের মেয়ে কেলি।
কেলি একটি ইনস্টাগ্রামের বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেই টুই🍨টে তিনি লিখেছেন, ‘দু’তিন দিনের মধ্যে বাড়ি ফিরেই বাবা ক্রিসমাস উপভোগ করবে। এ বার বাবার হাসাপাতালে ভর্তি হওয়ায় বিস্ময়কর কিছু নেই। এটা চিকিৎসার অঙ্গ এবং আগে থেকে সব ঠিক করা ছিল।’
পেলেও নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার চিক𒆙িৎসার অঙ্গ হিসাবে ছোট্ট একটি কেমোথেরাপি সেশন করছি। অ্যালবার্ট আইনস্টাইনে (হাসপাতালে) ২০২১ সালের শেষ সে♓শন করছি।’
সাও পাওলোর হাসপাতাল থেকে পেলে আরও লিখেছেন, ‘আমি এই প্রাপ্তিটাও সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আসলে প্রতিটা ꦿজয়ই উদযাপন করা উচিত। আমি এখানে কয়েক দಞিন থাকব। চিন্তা করবেন না, আমি ছুটি উপভোগ করার জন্য তৈরি!’
গত সেপ্টেম্বরে তাঁর টিউমার অস্ত্রোপচার হয় সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। সেখানেই আবার তাঁকে ভর্তি করা হয়েছে। পেলের বয়স এখন ৮১। অস্ত্রোপচারের পরে বায়োপসিতে জানা গিয়েছিল, তাঁর টিউমার ‘মেটাস্টেটিস’। তাই বাড়িতেই কেমোথেরাপি শুরু হয় কিংবদন্তি ব্রাজিলীয় তারকার। হাসপাতাল সূত্র থেকে বলꦆা হয়েছে, সেই চিকিৎসাই চলছে এবং এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল।কয়েক দিনের মধ্যে তাঁকে ছেড়েও দেওয়া হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।