শুভব্রত মুখার্জি: চলতি পিএসএল-এর প্রথম এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি এবং শাদাবা খানের নেতৃত্বাধীন ইসলামাবাদ ইউনাইটেড। বৃহস্পতিবার লাহোরের এই ম্যাচে টানটান উত্তেজনার সাক্ষী থাকল দর্শকরা। যে ম্যাচে একটা সময়ে মনে হয়েছিল সহজ জয়ের পথে এগোচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড। সেই ম্যাচ𝄹েই পেশোয়ারের পেসারদেরಌ আগুনে পেস ম্যাচে দুরন্ত কামব্যাক করাল বাবর বাহিনীকে। কামব্যাক করানো শুধু নয় পিছিয়ে পড়ে ফিরে এসেও ১২ রানে ম্যাচ জিতে নিল জালমি। আর অন্যদিকে এলিমিনেটর-১'এ হেরে গিয়ে ছিটকে যেতে হল ইসলামাবাদ ইউনাইটেডকে। কাজে এল না তাদের দুই ব্যাটার অ্যালেক্স হেলস এবং শোয়েব মাকসুদের ব্যাট হাতে লড়াই।
আরও পড়ুন… সলমন-বিরাটদের কড়া টক্কর দওিতে পারেন ৪১-এর ধোনি! IPL 2023 -এর আগে নজরে মাহির বাইসেপ
এ দিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল স্কোর করে পไেশোয়ার জালমি। জালমির হয়ে শুরুটা দুর্দান্তভাবে করেন তাদের দুই ওপেনার বাবর আজম এবং সাইম আয়ুব। ৪.৪ ওভারে ৬০ রান ওঠে ওপেনিং জুটিতে। এরপর ২৩ রꦰানে আউট হন আয়ুব। বাবর ৩৯ বলে ৬৪ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন। তাঁকে এলবিডব্লিউ আউট করেন বিপক্ষ দলের অধিনায়ক শাদাব খান। শেষ দিকে মারকুটে ইনিংস উপহার দেন মহম্মদ হ্যারিস। তিনি ১৭ বলে করেন ৩৪ রান। ফলে ১৮৩ রানের বড় স্কোর খাড়া করতে সমর্থ হয় পেশোয়ার জালমি। ইসলামাবাদের হয়ে ৪০ রান দিয়ে দুটি উইকেট নেন শাদাব খান।
আরও পড়ুন… WPL 2023: টানটান উত্তেজ💜নার ম্যাচে ⛄মেগ ল্যানিংয়ের দিল্লিকে হারালো গুজরাট জায়ান্টস
জবাবে রান তাড়া করতে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে দলীয় ১৩ রানের মাথায় হারায় ইসলামাবাদ। এরপর জুটি বাঁধেন অ্যালেক্স হেলস এবং শোয়েব মাকসুদ। জুটিতে ১১৫ রান তোলেন দুজনে। সেই সময়ে মনে হয়েছিল হয়তো 💟সহজেই ম্যাচ জিতবে ইসলামাবাদ। এরপরেই ঘটে যায় উলট পুরান। পেশোয়ার পেসারদের আগুনে গতি নড়িয়ে দেয় ইসলামাবাদের ব্যাটিংকে। অ্যালেক্স হেলস ৩৭ বলে ৫৭ এবং শোয়েব মাকসুদ ৪৮ বলে ৬০ রান করে আউট হয়ে যান। এরপরেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে দলের মিডল অর্ড𓆏ার। অধিনায়ক শাদাব খান শেষ দিকে ১২ বলে ২৬ রান করে অপরাজিত থেকে লড়াই করার চেষ্টা করেও ব্যর্থ হন। ৬ উইকেটে ১৭১ রানেই থামতে হয় ইসলামাবাদকে। ফলে ১২ রানের জয় ছিনিয়ে নেয় পেশোয়ার জালমি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডা♓উনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।