শুভব্রত মুখার্জি: ২০২৪ সালেই রয়েছে প্যারিস অলিম্পিক্স গেমস। তার আগেই ২০২৩ সালে একেবারেই ভালো ফর্মে নেই ভারতের অন্যতম সেরা শাটলার পিভি সিন্ধু। দুবারের অলিম্পিক্সে পদকজয়ী পিভি সিন্ধু চলতি বছরের ৭টি টু্র্নামেন্টের প্রথম রাউন্ডেই আউট হয়ে গিয়েছেন। আর এবার ফর্মে ফিরতে দেশের অন্যতম কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোনের দ্বারসꦯ্থ হলেন পিভি সিন্ধু। অল ইংল্যান্ড জয়ী কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনের মেন্টরশিপেꦑ বেঙ্গালুরুতে এক সপ্তাহের জন্য অনুশীলন করছেন তিনি। লক্ষ্যে চিনের হাংঝাউতে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের আগে ফর্মে ফেরা।
গত মাসেই ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছিল বিডব্লুএফ আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর। সেই আসরেই দ্বিতীয় রাউন্ডে ছিটকে যেতে হয়েছিল পিভি সিন্ধুকে। জাপানের নজোমি ওকুহারার কাছে হেরে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপরেই𝄹 ২৮ বছর বয়সী সিন্ধু চিন ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তারপরেই তিনি প্রকাশ পাড়ুকোনের সঙ্গে আলোচনা করেন। বেঙ্গালুরুতে তাঁর অ্যাকাডেমিতে তাঁর প্রশিক্ষণেই অনুশীলন করছেন সিন্ধু। বেঙ্গালুরুতে উপস্থিত রয়েছেন সিন্ধুর বর্তমান কোচ মহম্মদ হাফিজ হা൲সিম।
প্রকাশ পাড়ুকোনের তত্ত্বাবধানে 'হাই ইন্টেনসিটি' অনুশীলন করছেন পিভি সিন্ধু। প্রতিদিন ৬-৭ ঘন্টা অনুশীলন করছেন পিভি সিন্ধু। প্রতি সেশন শেষে পাড়ুকন এবং সিন্ধু নিজেদের মধ্যে আলোচনা করছেন তাদের ভুল ভ্রান্তি নিয়ে। এই সপ্তাহেই শেষ হয়ে যাবে প্রকাশ পাড়ুকন অ্যাকাডেমিতে পিভি সিন্ধুর অনুশীলন। কারণ ১২ সেপ্টেম্বর থেকে রয়েছে হংকং ওপেন। সেখানে অংশ নেবেন সিন্ধু। সেখানে প্রথম রাউন্ডে খে🌊লবেন ইন্দোনেশিয♎়ার পুত্রি কুসুমা ওয়ারদানির বিরুদ্ধে। ২০২৩ সালে দীর্ঘদিন চোটের কারণে খেলতে পারেননি সিন্ধু। তারপরে কোর্টে ফিরলে ও তাঁর পুরনো ফর্মের একেবারে ধারেকাছে নেই তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।