পেশাদারি টেনিস থেকে অবসর নিলেন রাফায়েল নাদাল। মঙ্গলবার ডেভিস কাপের মঞ্চে নিজের শেষ ম্যাচ খেল♛লেন তিনি। তবে দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারের শেষটা ভালো হল না। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পরাজিত হন নেদারল্যান্ডের বটিক ভ্যান ডি জ্যান্ডস্কাল্পের কাছে। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদালের শেষ ম্যাচ দেখতে উপচে পড়েছিল ভিড়। ১০ হাজার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি তাঁর ব্যক্তিগত এবং ক্রীড়াবিদ হিসেবে কী অর্জন করেছে তা তুলে ধরেন। নাদাল বলেন, ‘আমি মনের শান্তিতে টেনিসকে বিদায় জানাচ্ছ🅘ি, কারণ আমি মনে করি আমি একটা লেগাসি ছেড়ে যাচ্ছি, আমার মনে হয় সেটা শুধু খেলা হিসেবে নয় বরং ব্যক্তিগত ভাবেও।’
নাদাল বলেন, ‘ট্রফি, পরিসংখ্যান সবই আছে কিন্তু আমি একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি পেতে পছন্দ করব। আমি ছোট বেলার থেকে যেই স্বপ্ন দেখে এসেছি তার থেকে অনেক বেশি কিছু অর্জন করেছি।’ কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর নাদালকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেখানে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়, যেখানে তাঁকে উদ্দেশ্যে করে বার্তা দিতে দেখা যায় টেনিস লেজেন্ড রজার ফেডেরার, অ্যান্ডি মারে, নোভাক জকোভিচ, সেরেনা উইলিয়ামস সহ স্প্যানিশ ফুটবল তারকা রাউল এবং আন্দ্রে ইনিয়েস্তাকে। বিদায় বেলায় নাদাল তাঁর কাকা টনি নাদালের কথা স্মরণ করেন, যিনি তাঁকে ছোটবেলায় কোচিং করিয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন সবসময় পাশে থাকার জন্য। নাদাল বলেন, ‘আমার ভাগ্য খুবই ভালো যে আমি ছোটবেলায় আমার কাকাকে কোচ হিসেবে পেয়েছি একই সঙ্গে কৃতজꦇ্ঞ আমার পরিবারের কাছে যারা সবসসময় আমার পাশে ছিল।’
রাফায়েল তাঁর টেনিস সতীর্থদের উদ্দেশ্যেও বার্তা দেন। তিনি বলেন, ‘আমি আমার টেনিস ক্যারিয়ারকে বিদায় জানানোর আগে অনেক ভালো বন্ধু তৈরি করতে পেরেছি। আমি শান্ত রয়েছি কারণ আগামীতে কী আসছে সেই শিক্ষা পেয়েছি। আমার চারপাশে এমন একটা পরিবার ছিল যারা সমসয় আমায় সাহায্য করে এসেছে, তাঁরা জানত আমার প্রতিদিনের প্রয়োজন।’ টেনিসকে বিদায় জানালেও এই খেলার প্রতি দায়বদ্ধতার দিক থেকে ভবিষ্যতে একজন ‘ভালো অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করতে চান নাদাল। তিনি আরও বলেন, ‘আমি যেই ভালোবাসা এতদিন🥂 ধরে পেয়ে এসেছি তার মর্ম বুঝি।’ উল্লেখ্য, শেষꦯ ম্যাচে নাদাল প্রতিপক্ষের কাছে স্ট্রেট সেটে ৪-৬, ৪-৬ ব্যবধানে পরাজিত হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।