শুভব্রত মুখার্জি:- আসন্ন প্যারিস অলিম্পিক গেমসে যে তিনি খেলবেন তা আগে থেকেই নিশ্চিত করে দিয়েছিলেন রাফায়েল নাদাল। পুরুষদের ডাবলসে তিনি আরেক তারকা কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলতে নামবেন। এই গেমসে নামার আগে কোর্টে ম্যাচ অনুশীলন সারতে এবং নিজেকে ঝালিয়ে নিতে বাস্টাড ওপেনে খেলতে নেমেছিলেন রাফায়েল নাদাল। টুর্নামেন্টে যত ম্যাচ গিয়েছে তত ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ তারকা। আর এই🐭 ইঙ্গিত দিয়েই তিনি এবার পৌঁছে গিয়েছেন ফাইনালে। দুই বছর পরে নাদাল কোন টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠলেন। এর আগে চলতি বছরে ফরাসি ওপেনে তিনি চোট সারিয়ে খেলতে নামলে ও প্র𝓰থম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন তিনি। সদ্য শেষ হওয়া উইম্বলডনেও তিনি নামেননি। তবে প্যারিস অলিম্পিক গেমসের আগে বাস্টাড ওপেন খেলতে নেমে তিনি পুরনো দিনের নাদালের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন… আর কি আশা করত? হঠাৎ করেই বিরাট ক🥀োহলি- রবি শাস্ত্রীর বিরুদ্ধে সরব হলেন মহম্মদ শামি
২০২২ সালের ফরাসি ওপেনে জয়ের পরে এই প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। গত দিনেই কোয়ার্টার ফাইনালে তাকে জোরদার লড়াই করতে হয়েছিল। কোয়ার্টার ফাইনালে এই ম্যাচ জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। চার ঘণ্টার লড়াই শেষে তিনি জেতেন কোয়ার্টার ফাইনাল। এরপর এদিন ও ক্রোয়েশিয়ার কোয়ালিফায়ার ডুজে আদুকোভিচের বিরুদ্ধে কঠিন লড়াই লড়তে হল। বিশ্ব ক্রমতালিক🌠ায় ১৩০ নম্বরে থাকা ডুজে আদুকোভিচকে তিনি হারালেন কঠিন লড়াইয়ের পরে। ম্যাচে প্রথম সেট হেরে গিয়ে ও দুরন্ত কামব্যাক করেন নাদাল। খেলার ফল নাদালের পক্ষে ৪-৬,৬-৩,৬-৪। যেভাবে একজন কোয়ালিফায়ার নাদালের মতন তারকাকে কঠিন লড়াইয়ের মধ্যে ফেললেন তা সত্যিই কুর্ণিশযোগ্য।তবে শেষ পর্যন্ত নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কোর্টে কাজে লাগিয়ে ম্যাচ জিতে নিলেন নাদাল।
আরও পড়ুন… প্রথমেই সূর্যের কথা বলেননি গম্ভীর, হার্দিক ক্যাপ্টেন না হওয়ার পিছনে রয়েছে এক অন্য গল্♋প
২০০৫ সালে এই টুর্নামেন্ট জিতেছিলেন। তিনি যখন এই টুর্নামেন্ট জেতেন তখন তিনি ছিলেন নাবালক। রবিবার ফাইনালে খেলবেন তিনি। তাঁর কেরিয়ারের ৯৩ তম সিঙ্গেলস খেতাব জয়ের জন্য লড়াই করবেন নাদাল। অপরদিকে সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন আর্জেন্তিনার থিয়েগো অস্টিন এবং পর্তুগালের নুনো বর্জেস। এই ম্যাচ যিনি জিতবেন তিনি খেলবেন নাদালের বিরুদ্ধে।প্যারিস গেমসে ও এবার খেলা হবে ক্লে কোর্টে। তাই বাস্টাডের এই ক্লে কোর্টে খেলেই প্যারিস অলিম্পিক গেমসের প্রস্তুতি সেরে নিচ্ছেন নাদাল। গত মে মাসে ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে হেরে য𝐆াওয়ার পরে এই প্রথম কোর্টে ফিরলেন নাদাল। আর ফিরেই পৌঁছে গিয়েছেন সিঙ্গেলসের ফাইনালে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।