শুভব্রত মুখার্জি: বর্তমান ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় একটা সময় স্কটল্যান্ডের জার্সি গায়ে নেমেছিলেন ২২ গজে। হ্যা, কথাটা অবাক করা শোনালেও এমনℱ ঘটনা বাস্তবে ঘটেছিল ২০০৩ সালে। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই 'দ্য ওয়ালের' 'স্যালটায়ার' জার্সি পরিহিত একটি ছবি নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সেই স্মৃতিচারণ করা হল ক্রিকেট স্কটল্যান্ডের তরফে।
২০০৩ সালে ভারতের এক অনবদ্য বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরপরেই স্কটল্যান্ডের হয়ে খেলেছিলেন ভক্তদের আদরের 'জ্যামি'। স্কটল্যান্ডের জাতীয় দলের জার্সিকে পরিভাষায়🐻 বলে 'স্যালটায়ার'। সেই জার্সি পরে দ্রাবিড়কে খেলতে দেখা যায় স্কটল্যান্ডের হয়ে। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ক্রিকেট স্কটল্যান্ড।
টুইটারে তাদের পোস্টে লেখা হয় , ‘একটু পিছনে ফিরে তাকানো! যখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার এবং বর্তমান ভারতীয় পুরুষ সিনিয🙈়র দলের কোচ রাহুল দ্রাবিড় ২০০৩ সালে স্যালটায়ার জার্সি পড়েছিলেন। ব্যাপারটা বেশ তাৎপর্যপূর্ণ তাই না ! ক্রিকেট খেলাকালীন কি করে ২০০৩ সালে রাহুল আমাদের জার্সি পড়ে খেলল!’ উল্লেখ্য সেই সময় চুক্তি অনুযায়ী ১১ টি ম্যাচ স্কটল্যান্ডের হয়ে খেলেছিলেন দ্রাবিড়। ৪৫০০০ পাউন্ডের চুক্তি করা হয়েছিল। কাউন্টিতে তিনি স্কটদের জাতীয় দলের হয়ে খেলেছিলেন সেবার। হ্যাম্পশায়ার꧋ের বিরুদ্ধে তার অভিষেক ঘটেছিল। সেই ম্যাচে ৪১ বলে ২৫ রান করেছিলেন তিনি। ১১ ম্যাচে ৬৬.৬৬ গড়ে ৯২.৭৩ স্ট্রাইক রেটে ৬০০ রান করেছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।