করোনা আবহে আইপিএল স্থগি🎃ত হয়ে গিয়েছে সপ্তাহখানেক আগেই। তাই ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখন সকলেই তাকিয়ে সামনের মাস থেকে শুরু হতে যাওয়া ভারতীয় দলের ইংল্যান্ড সফরের দিকে। বিলেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে লম্বা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও খেলবেন বিরাট কোহলিরা।
সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই বিশ জনের ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। দলে চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রবীন্দ্র জাদেজাসহ একাধিক তারকা ক্রিকেটার। গত দুই সফরে ইংল্যান্ডে ভাল ফল করতে পারেনি দল। তাই এবার ভাগ্য পরিবর্তনে দলের কী দরকার তা জানিয়ে দিলেন বিলেতে﷽র মাটিতে শেষ সিরিজ জয়ী ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়।
তিনি বলেন, ‘যেভাবে (রবিচন্দ্রন) অশ্বিন ও (রবীন্দ্র) জাদেজা শেষ কয়েক ম্যাচে ব্যাট করেছে, ওরা দু’জনে ভারতীয় দল🅷ের ভারসাম্য বজায় রাখে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ইংল্যান🐻্ডের এক আদর্শ উইকেটে, গ্রীষ্মকালে সূর্য উঠলে ম্যাচের চতুর্থ এবং পঞ্চম দিনে বল ঘোরে। এমন অবস্থায় ভারতের কাছে দু'টো দুর্দান্ত স্পিনার রয়েছে, যাদের একসঙ্গে খেলানো যেতেই পারে। অতীতে ভারতীয় দলের অশ্বিন ও জাদেজাকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা সফল হয়েছে এবং ভবিষৎ-এ আবারও এই পরিকল্পনা সফল হতেই পারে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।