এ বারের আইপিএলে রাহুল তেওয়াটিয়া বেশ ভালো ছন্দেই ছিলেন। ১৬ ম্যাচে ২১৭ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ১৪৭.৬২। বহু ম্যাচেই গুজরাট টাইটানসকে জেতাতে প্রধান ভূমিকাও নিয়েছেন তেওয়াটিয়া। ঠাণ্ডা মাথায় ম্যাচ ফিনিশ করে তিন🦄ি বারবার নজর কেড়েছেন।
তাঁর এই পারফরম্যান্সের পর কিংবদন্তী সুনীল গাভাসকর তেওয়াটিয়াকে ‘আইস 🐭ম্যান’ আখ্যা দিয়েছেন। এই নামকরণের কারণ নিয়ে গাভাসকর দাবি করেছিলেন, ‘ও মানসিক দিক থেকে প্রস্তুত থাকে, যদি বলটা ড্রপ খায় তা হলে ও ওর প্রিয় শট খেলবে এবং ও যদি ব্যাটের ম✃াঝে বল পায় তাহলে সেটা ছয় হবে। এই কারণে ও আইস ম্যান হয়েছে। কারণ ও যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকে, চাপের মুখে ভেঙে পড়ে না।’
গাভাসকরের সেই ‘আইস ম্যান’কেই আয়ারল্য𓄧ান্ড সিরিজে নেওয়া হয়নি। যার জেরে রীতিমতো বিরক্ত ভারতের প্💯রাক্তনী। তিনি বলেছেন, ‘আয়ারল্যান্ড সফরে রাহুল তেওয়াটিয়া বড় মিসিং। আইপিএলে তিনি কিন্তু খুব উজ্জ্বল ছিলেন।’
আরও পড়ুন: ইংল্যান্ডে খোশমেজাজে ক💙োহলি-রোহিতরা, শপিং করছেন,ভক্তদের সঙ্গে তুলছেন দেদার সেলফিও
আরও পড়ুন: ‘♌তোমার মধ্যে এখনও ক্রিকেট বাকি’, ১ বছর আগে DK-কে করা রোহিতের মেসেজ হঠাৎ-ই ভাইরাল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।