ভারত এতবছর ধরে যাঁকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, এবারের যুব বিশ্বকাপে হদিশ মিলেছে তাঁর। মাইকেল ভন খোঁজ দিলেন, কে হতে প🃏ারেন 🌞টিম ইন্ডিয়ার ভবিষ্যতের পেসার অল-রাউন্ডার।
বাস্তবিকই কপিল দেবের পর ভারতীয় দলে পেসার-অল রাউন্ডার হিসেবে কাউকেই তেমন নির্ভরযোগ্য মনে হয়নি। সাময়িকভাবে হার্দি🍒ক পান্ডিয়ারা সম্ভাবনা দেখিয়েছিলেন বটে, তবে স্থায়ী সমাধানসূত্র খুঁজে পাওয়া যায়নি।
এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে যে রকম ধারাবাহিকতা দেখিয়েছেন রাজ বাওয়া, সেদিকে তাকিয়ে তাঁকেই ভবিষ্যতের তারকা হিসেবে ভন চিহ্নিত করেন। প্রাক্তন ব্💟রিটিশ অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, রাজই হতে পারেন সেই পেসার অল-রাউন্ডার, দীর্ঘদিন যার খোঁজো রয়েছে ভারতীয় ক্রিকেট দল।
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে রাজ বাওয়া প্রথমে ডানহাতি পেস বোলিংয়ে ৩১ রানের বি𓆏নিময়ে ৫টি উইকেট দখল করেন। পরে ব্যাট হাতে ৫৪ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন। এমন পারফর্ম্যান্স দেখার পর ভন টুইট করেন, ‘রাজ বাওয়া সম্ভবত সেই সিম বোলিং অল-রাউন্ডার হতে পারে, ভারত এতবছর ধরে যার 🐓খোঁজ করে চলেছে।’
উল্লেখ্য, রাজ বাওয়া বিশ্বকাপের ৫টি ইনিংসে ব্যাট করে ভারতের হয়ে দ্ব♓িতীয় সর্বোচ্চ ২৫২ রান সংগ্রহ করেন। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১০টি ছক্কা হাঁকান। বিশ্বকাপে সাকুল্যে ৯টি উইকেট দখল করেন বাওয়া। তিনি ফাইনালের সেরা ক্রিকꦯেটার নির্বাচিত হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।