প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় যে, না হারলে চলতি রঞ্জি ট্রফির ফাইনাল🧔ে উঠছে মুম্বই। তাই ম্যাচের শেষ দু'দিনে অযথা ঝুঁকি নেওয়ার কোনও যৌক্তিকতা খুঁজে🌸 পায়নি মুম্বই শিবির। ধীরে সুস্থে খেতাবি লড়াইয়ের জন্য ব্যাটিং প্র্যাক্টিসে মন দেন যশস্বী জসওয়াল, আরমান জাফর, সরফরাজ খানরা। শেষমেশ পঞ্চম দিনের চায়ের বিরতির ঠিক আগে দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচে যবনিকা টেনে দেন আম্পায়াররা। মুম্বই বনাম উত্তরপ্রদেশের সেমিফাইনাল ম্যাচ ড্র ঘোষিত হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে খেতাবি লড়াইয়ের টিকিট পকেটে পোরে মুম্বই।
জাস্ট ক্রিকেট অ্যꦇাকাডেমি গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামা মুম্বই তাদের প্রথম ইনিংসে ৩৯৩ রান তোলে। যশস্বী জসওয়াল ১০০ ও হার্দিক তামোরে ১১৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১৮০ রানে। শিবম মাভি ৪৮, মাধব কৌশিক ৩৮ ও রিঙ্ক✃ু সিং ১৬ রান করেন।
আরও পড়ুন:- Ranji Trophy Semi Live Day 5- দর্পচূর্ণ বাংলার, ১৭৪ রানে জিতে ফাইনালে মধ্যপ্♐রদেশ
২১৩ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকেও মুম্বই উত্তরপ্রদেশকে ফলো-অন করায়নি। পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। মুম্বই দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে𒉰র বিনিময়ে ৫৩৩ রান তোলার পরে ম্যাচ ড্র হয়ে যায়। মুম্বইয়ের হাতে তখন লিড ছিল ৭৪৬ রানের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।