এক ম্যাচ বাকি থা൩কতেই চলতি রঞ্জি ট্রফির নক-আউটের টিটিক নিশ্চিত করেছে বাংলা। রোহতকে হরিয়ানাকে ১ ইনিংস ও ৫০ রানের বিশাল ব্যবধানে হারানোর সুবাদেই কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ꦆে যায় মনোজ তিওয়ারিদের।
হরিয়ানা ম্যাচ থেকে বোনা-সহ ৭ পয়েন্ট সংগ🐈্রহ করে বাংলা। ফলে ৬ ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৩২। লিগের শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এলিট-এ গ্রুপের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত মনোজꦗদের।
আসলে দ্বিতীয় স্থানে থাকা উত্তরাখণ্ডের থেকে বাংলা ৬ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিয়েছে। বাংলা যদি শেষ ম্যাচে হারে এবং উত্তরাখণ্ড যদি শেষ ম𝄹্যাচে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করে, একমাত্র তবেই বাংলাকে টপকে লিগ টেবিলের এক নম্বরে উঠতে পারবে উত্তরাখণ্ড। বাংলা সেক্ষেত্রে দ্বিতীয় স্থ♚ানে নেমে যেতে পারে। তবে তৃতীয় স্থানে থাকা হিমাচলের থেকে বাংলা ১২ পয়েন্টের ব্যবধান তৈরি করায় কোনওভাবেই হিমাচলের পক্ষে মনোজদের ছোঁয়া সম্ভব হবে না।
নিয়ম মতো রঞ্জি ট্রফির ৪টি এলিট গ্রুপ থেকে প্রথম ২টি করে দল কোয়ার্টা🅠র ফাইনালে জায়গা করে নেবে। সুতরাং, টুর্নামেন্টের নক-আউটে উঠতে হলে বাংলাকে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকলেই চলবে।
এলিট-এ গ্রুপের পয়েন্ট টেবিল:-১. বাংলা: ম্যাচ-৬, জয়-৪, ড্র-২, হার-০, পয়েন্ট-৩২২. উত্তরাখণ্ড: ম্যাচ-৬, জয়-৩, ড্র-৩, হার-০, পয়েন্ট-২৬৩. হিমাচলপ্রদেশ: ম্যাচ-৬, জয়-২, ড্র-৩, হার-১, পয়েন্ট-২০৪. বরোদা: ম্যাচ-৬, জয়-১, ড্র-৪, হার-১, পয়েন্ট-১৪৫. উত্তরপ্রদেশ: ম্যাচ-৬, জয়-১, ড্র-৩, হার-২, পয়েন্ট-১২৬. হরিয়ানা: ম্যাচ-৬, জয়-১, ড্র-৩, হার-২, পয়েন্ট-১২৭. ওড়িশা: ম্যাচ-৬, জয়-০, ড্র-৪, হার-২, পয়েন্ট-৮৮. নাগাল্যান্ড: ম্যাচ-৬, জয়-০, ড🐲্র-ಞ২, হার-৪, পয়েন্ট-২
বাংলার গ্রুপ লিগের প্রথম ৬ ম্যাচের ফলাফল:-১. টুর্নামেন📖্টের প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট ঘরে তো𒊎লে বাংলা।
২. হিমাচলপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় ম্যাচ ড✅্র করে বাংলা। তবে প্রথಌম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট ঘরে তোলেন মনোজ তিওয়ারিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।