কাজটা মোটেও সহজ নয়, মেনে নিলেন মনোজ তিওয়ারি। তবে লড়াই ছাড়লে চলবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন বাংলার সব থেকে অভিজ্ঞ তারকা। আসলে মধ্যপ্রদেশেꦐর বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে ব্যাকফুটে রয়েছে বাংলা। তৃতীয় দিনের শেষে চালকের আসনে দেখাচ্ছে এমপিকে। ম্যাচের চিত্রনাট্য দ্রুত বদলাতে পারে এমন আশা করা অমূলক নয়। তবে এমন পরিস্থিতি থেকে বাংলার পক্ষে ঘুরে দাড়ানো কঠিন হবে নিশ্চিত।
‘পিচে ব্যাট করা সহজ’ বলে গলা ফাটিয়েছেন বাংলা কোচ অরুণ লাল। বাস্তবিকই ম্যাচের বেশিরভাগ সময়ে ব্যাটসম্যানরা যেমন সাবলীলভাবে রান তোলে, তাতে পিচে জুজু আছে বলে মনে হয়নি। এমন ব্যাটিং স্বর্গেও বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। মনোজ-শাহবাজ জুটি ছাড়া বাংলার ব্যাটসম্যা🐼নদের স্বচ্ছন্দ দেখায়নি মধ্যপ্রদেশের বোলারদের সামনে।
একে তো ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলা। তার উপর মনোজ-শাহবাজ আউট হওয়ার পরে খসে পড়ে বাংলার লেজ। সব মিলিয়ে প্রথম ইনিংসের নিরিখেই ৬৮ রানে পিছিয়ে পড়ে বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ তৃতীয় দিনের▨ শেষে ২ উইকেটে ১৬৩ রান তুলেছে। সুতরাং, তাদের হাতে লিড রয়েছে ২৩১ রানে🌼র। চতুর্থ দিনে মধ্যপ্রদেশকে তাড়াতাড়ি গুটিয়ে দিতে না পারলে যে সমূহ বিপদ, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না।
আরও পড়ুন:- Ranji Trophy 🧜Live-জোড়া সেঞ্চুরি বাংলার কিন্তু ম্যাচের রাশ মধ্যপ্রদেশের হাতে
এই অবস্থায় তৃতীয় দিনের খেলার শেষে মনোজ বলেন, 💦‘লক্ষ্য একটাই, ওদের যত তাড়াতাড়ি সম্ভব আউট করতে হবে। ওরা যত রানের টার্গেট দেবে, সেটা আমাদের তাড়া করতে হবে। আজকের দিনটা আমাদের ভালো কাটেনি। আমি আউট হওয়ার পরে বাকিরা তাড়াতাড়ি ফিরে যায়। তবে এখনও ম্যাচের ২ দিন বাকি রয়েছে। আমরা আগেও দেখেছি যে, পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলে যেতে পারে। কাল আমাদের সবটুকু সাঁপে দিতে হবে।’
মনোজ আরও বলেন, ‘পিচে ব্যাট করা সহজ ছিল। কয়েকটা বল ঘুরছিল, সব বল নয়। ওরা সঠিক জায়গায় বল করেছে। আমাদের খুব বেশি জায়গা দেয়নি। আমাদের কষ্ট করে রান করত🔥ে হয়েছে। কাল আমাদের কাজ সহজ হবে না। তবে লড়াই চালিয়ে যেতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।