প্রথম দিনে ভিত গড়েন যশস্বী জসওয়াল। দ্বিতীয় দিনে সেই ভিতে শক্তপোক্ত ইমারত গড়েন হার্দিক তামোরে। লোয়ার অর্ডারে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন শামস মুলানি। সব মিলিয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে জাঁকিয়ে বসে𒁃ছে মু💃ম্বই।
জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামা মুম্বই প্রথম দিনের শেষে 🌳তাদের প্রথম ইনিং🦂সে ৫ উইকেটের বিনিময়ে ২৬০ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৯৩ রানে।
যশস্বী প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন। তিনি ১৫টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করে আউট হন। দ্বিতীয় দিনে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তামোরে। তিনি ১💜২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৫ রান করে মাঠ ছাড়েন। মুলানি ৫০ রান করে আউট হন। তনুষ কোতিয়ান ২২ রানে🎀র যোগদান রাখেন।
আরও পড়ুন:- Ranji Trophy Live- মনোজ-শাহবাজের অনবদ্য লড়াই, ফেඣর স্বপ্ন 🦄দেখছে বাংলা
উত্তরপ্রদে🍃শের হয়ে প্রথম ইনিংসে ৪৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন করণ শর্মা। ১০৭ 🧔রান খরচ করে ৩টি উইকেট দখল করেন সৌরভ কুমার। এছাড়া যশ দয়াল ২টি ও শিবম মাভি ১টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৫ র💝ান সংগ্রহ করেছে। মাধব কৌশিক ১১ রানে অপরাজিত রয়েছেন। ১০ রানে ব্যাট করছেন করণ। সামর্থ সিং খাতা খুলতে পারেননি। প্রিয়ম গর্গ ৩ রানে সাজঘরে ফিরেছেন। মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ধাওয়াল কুলকার্নি ও তুষা♏র দেশপান্ডে। আপাতত দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের থেকে ৩৬৮ রানে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।