Royal Challengers Bangalore vs Mumbai Indians Live Score: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নাগালে বেঁধে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।
আগেই ইতিমধ্যেই উইমেন্স প্রিমিয়র লিগের প্লে-অফে জায়গা নিশ্চিত করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আরসিবির। এই অবস্থায় নিজেদের শেষ লিগ ম্যাচে সম্মুখসমরে নামে উভয় দল। দু'দল টুর্নামেন্টের সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করলেও নিছক নিয়ম রক্ষার লড়াই হিসেবে বিবেচিত হয়নি আরসিবি বনাম এমআই ম্যাচ। বরং অন্য এক কারণে এই ম্যাচের গুরুত্ব ছিল অপরিসীম। আসলে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে সুযোগ রয়েছে লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি টুর্নামেন্টের ফাইনালের টিকিট পকেটে পোরার। দিল্লিকে টপকে লিগ শীর্ষে উঠতে হলে হরমনপ্রীতদের বড় ব্যবধানে জিততে হতো এই ম্যাচ। আপাতত সেই 🌳লক্ষ্যে সফল মুম্বই।
21 Mar 2023, 07:00 PM IST
ম্যাচের সেরা অ্যামেলিয়া কের
প্রথমে ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অ্যামেলিয়া কের। পরে ব্যাট হাতে ২৭ বলে ৩১ রান করে নট-আউট থাকেন তিনি। সঙ্গত কারণেই ম্যা𒁃চের সেরা ক্র🍌িকেটারের পুরস্কার জেতেন অ্যামেলিয়া।
21 Mar 2023, 06:50 PM IST
শীর্ষে ফিরল মুম্বই
আরসিব💙িকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল মুম্বই ইন্ডিয়ান্স। তবে শেষ ম্যাচে দিল্লি যদি বড় ব্যবধানে ইউপি ওয়ারিয়র্জকে হারিয়ে দেয়, তবে ফের পিছিয়ে পড়তে হতে পারে হরমনপ্রীতদের। তবে দিল্লি হারলে মুম্বইয়ের সরাসরি ফাইনালে ওঠা নিশ্চিত। সুতরাং, মুম্বই ইন্ডিয়ান্স লিগℱ চ্যাম্পিয়ন হবে কিনা, তা নির্ভর করছে দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্জ ম্যাচের ফলাফলের উপরে।
21 Mar 2023, 06:44 PM IST
৪ উইকেটে ম্যাচ জয় মুম্বইয়ের
আরসিবির ৯🌼 উইকেটে ১২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৬.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ২১ বল বাকি থা𒉰কতে ৪ উইকেটে ম্যাচ জেতে মুম্বই। ২৭ বলে ৩১ রান করে নট-আউট থাকেন অ্যামেলিয়া কের। তিনি ৪টি চার মারেন।
21 Mar 2023, 06:41 PM IST
ইসি ওং আউট
পরপর ২ বলে ২টি উইকেট নিলেন কনিকা আহুজা। ১৫.৬ ওভারে স্মৃতি মন্ধনার হাতে ধরা পড়েন ইসি। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন ত🎀িনি। মুম্বই ইন্ডিয়ান্স🃏 ১২০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আমনজ্যোৎ কৌর। মন্ধনা ম্যাচে এই নিয়ে চারটি ম্যাচ ধরেন।
21 Mar 2023, 06:36 PM IST
পূজা বস্ত্রকার আউট
১৫.৫ ওভারে কনিকা আহুজার বলে স্মৃতি মন্ধনার হাতে ধরা পড়েন পূজা বস্ত্রকার। ১৮ বলে ১৯ রান করেন তিনি। মারেন ২টি চার। মুম্বই ইন্ডিয়ান্স ১২০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট ജকরতে নামেন ইসি ওং।
21 Mar 2023, 06:34 PM IST
১১ রান দরকার মুম্বইয়ের
১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ১১৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৫ ওভারে মাত্র ১১ রান দরকার 🐟মুম্বইয়ের। অ্যামেলি𒀰য়া ২৫ ও পূজা ১৭ রানে ব্যাট করছেন।
21 Mar 2023, 06:29 PM IST
১০০ টপকাল মুম্বই
১৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যা💜য় মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ ওভার শেষে ম𒈔ুম্বইয়ের সংগ্রহ ৪ উইকেটে ১০৮ রান। জয়ের জন্য তাদের দরকার ৬ ওভারে ১৮ রান। ২১ রানে ব্যাট করছেন অ্যামেলিয়া।
21 Mar 2023, 06:23 PM IST
৮ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ৩১ রান
১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ৯৫ রান। জয়ের জন্য🎉 শেষ ৮ ওভারে ৩১ রান দরকার তাদের। ১১ বলে ১💫১ রান করেছেন অ্যামেলিয়া কের। মেরেছেন ২টি চার। ৮ বলে ১১ রান করেছেন পূজা বস্ত্রকার। তিনিও ২টি চার মেরেছেন।
21 Mar 2023, 06:12 PM IST
হরমনপ্রীত আউট
পরপর উইকেট হারিয়ে চাপে মুম্বই ইন্ডিয়ান্স। ৯.১ ওভারে এলিস পেরির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হরমনপ্🐎রীত কউর। ৫ বলে ২ রান করেন তিনি। মুম্বই ৭৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ৭৯ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৪৭ রান দরকার মুম্বইয়ের।
21 Mar 2023, 06:10 PM IST
ন্যাট সিভারকে ফেরালেন আশা
৮.১ ওভারে শোভনা আ♔শার বলে ছক্কা মারেন ন্যাট সিভার ব্রান্ট। ৮.৪ ওভারে আশার বলে রিচার দস্তানায় ধরা পড়েন ন্যাট। ৭ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। মুম্বই ইন্ডিয়ান্স ৭২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামেলিয়া কের। ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৭৩ রান।
21 Mar 2023, 06:06 PM IST
হেইলি ম্যাথিউজ আউট
৭.১ ওভারে মেগান শুটের বলে স্মৃতি মন্ধনার হাতে ধরা♛ পড়েন হেইলি ম্য়াথিউজ। ১৭ বলে ২৪ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ৬২ রানে ২ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকে🌞টে ৬৪ রান।
21 Mar 2023, 05:54 PM IST
যস্তিকা আউট
৫.৬ ওভারে শ্রেয়াঙ্কা পাতিলের বলে স্মৃতি মন্ধনার হাতে ধরা পড়েন যস্তিকা ভাটিয়া।ꦛ ২৬ বলে ৩০ রান করেন তিনি। মারেন ৬টি চার। পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ১ উইকেট হারিয়ে ৫৩🃏 রান তোলে। ২০ রানে ব্যাট করছেন ম্যাথিউজ। ব্যাট করতে নামেন ন্যাট সিভার ব্রান্ট।
21 Mar 2023, 05:52 PM IST
পেরির ওভারে ৩টি বাউন্ডারি ভাটিয়ার
পঞ্চম ওভারে এলিস পেরির ওভারে ৩টি চার মারেন যস্তিকা ভাটিয়া। ওভারে মোট ১২ রান ওঠে। ৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৪৬ রান। ဣভাটিয়া ২৮ রানে ব্যাট করছেন।
21 Mar 2023, 05:45 PM IST
শ্রেয়াঙ্কার বলে জোড়া বাউন্ডারি যস্তিকার
চতুর্থ ওভারে শ্রেয়াঙ্কা পাতিল🅷ের বলে জো𓂃ড়া বাউন্ডারি মারেন যস্তিকা ভাটিয়া। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৩৪ রান। হেইলি ম্যাথিউজ ১৫ ও যস্তিকা ভাটিয়া ১৬ রানে ব্যাট করছেন।
21 Mar 2023, 05:37 PM IST
নো-বলে আউট হয়ে বাঁচলেন ম্যাথিউজ
দ্বিতীয় ওভারে সোফি ডিভাইনের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন হেইলি ম্যাথিউজ। ওভারের শেষ বলে উইকেটকিপার রিচার দস্তানায় ধরা পড়েন হেইলি। তবে নো বল হওয়ায় বেঁচে যান তিনি। ফ্রি-হিটেও বাউন্ডারি লাইনে ধরা পড়েন ম্যাথিউজ। তবে সাজঘরে ফিরতে হয়নি তাঁকে। ২ ওভার শেষে মুম্বই 𝓰ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২৩ রান। ম্যাথিউজ ১৪ ও যস্তিকা ৬ রানে ব্যাট করছেন।
21 Mar 2023, 05:30 PM IST
রান তাড়া শুরু মুম্বইয়ের
যস্তিকা ভাটিয়াকে নিয়ে ওপেন 💫করতে নামেন হেইলি ম্যাথিউজ। বোলিং শুরু করেন মেগান শুট। প্রথম বলেই ম্য়াথিউজকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বাঁচে যান তিনি। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা🌱 খোলেন ম্য়াথিউজ। পঞ্চম বলে চার মারেন যস্তিকা। প্রথম ওভারে ৫ রান ওঠে।
21 Mar 2023, 05:07 PM IST
আরসিবিকে নাগালে বাঁধল মুম্বই
১৯.৬ ওভারে ইসি ওংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দিশা কাসাত। ৫ বলে ২ রান করেন তিনি। আর▨সিবি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৫ রান তোলে। ৩ বলে ৪ রান করে নট-আউট থাকেন শোভনা। ইসি ওং ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ন্যাট সিভার ব্রান্ট ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ১২৬ রান।
21 Mar 2023, 05:02 PM IST
রিচা ঘোষ আউট
১৯.১ ওভারে ইসি ওংয়ের ﷽বলে অ্যামেলিয়া কেরের হাতে ধরা পড়েন রিচা ঘোষ। ১৩ বলে ২৯ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। আরসিবি ১১৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শোভনা আসা।
21 Mar 2023, 05:01 PM IST
ব্যাট চালাচ্ছেন রিচা
১৯তম ওভারে অ্যামেলিয়া কেরের বলে ২টি চার মারেন রিচা ঘোষ। ১৯ ওভার শেষে আরসিবির স্কোর ৭ উইকেটে ১১৯ রান🍃। রিচা ১২ বলে ২৯ রান করেছেন꧅। অ্যামেলিয়া ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
21 Mar 2023, 04:57 PM IST
সাইকা ফেরালেন মেগানকে
১৭.৫ ওভারে সাইকা ইশাকের বলে এলবিডব্লিউ🅰 হয়ে মাঠ ছাড়েন মেগান শুট। ৫💝 বলে ২ রান করেন তিনি। আরসিবি ১০৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দিশা কাসাত। রিচা ৮ বলে ১৯ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ২টি ছক্কা। সাইকা ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
21 Mar 2023, 04:49 PM IST
শ্রেয়াঙ্কা পাতিল আউট
একই ওভারে জোড়া 🎀উইকেট তুলে নিলেন ন্যাট সিভার ব্রান্ট। ১৬.৪ ওভারে সিভারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শ্রেয়াঙ্কা। ২ বলে ৪ রান করেন তিনি। আরসিবি ৯৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেগান শুট। ১৭
21 Mar 2023, 04:46 PM IST
এলিস পেরি আউট
১৬তম ওভারে ইসি ওংয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন এলিস পেরি। ১৬.১ ওভারে ন্যাট সিভার ব্রান্টের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন এলিস পেরি। ৩৮ বলে ২৯ রান করেন পেরি। মারেন ৩টি চার। আরসিবি ৯১ রানে ৫🦋 উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়াঙ্কা পাতিল। তিনি ওভারের তৃতীয় বলে চার মারে♈ খাতা খোলেন।
21 Mar 2023, 04:39 PM IST
কনিকা আহুজা আউট
১৪.৪ ওভারে অ্যামেলিয়া কেরের বলে কনিকা আহুজাকে স্টাম্প-আউট করেন যস্তিকা ভাটিয়া। ১৩ বলে ১২ রান করেন কনিকা। তিনি ১টি চার মারেন। আরসিবি ৭৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট ক💜রতে নামেন রিচা ঘোষ। ১৫ ওভার শেষে ব্যাঙ্গালোরের সংগ্রহ ৪ উইকেটে ৭৯ রান।
21 Mar 2023, 04:27 PM IST
বোলিং কোটি শেষ ম্য়াথিউজের
চার ওভারের বোলিং কোটা শেষ হেইলি ম্যাথিউজের। তিনি কোনও উইকেট না পেলেও মোটে ১৮ রান খরচ করেন। ১৩ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেট♛ে ৬৯ রান।🧸 পেরি ২৬ রানে ব্যাট করছেন।
21 Mar 2023, 04:20 PM IST
হেথার নাইট আউট
১০.৬ ওভারে অ্যামেলিয়া কেরের বলে ইসি ওংয়ের হাতে ধরা পড়েন হেথার নাইট। ꦜ১ℱ৩ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। ৫৯ রানে ৩ উইকেট হারায় আরসিবি। ব্যাট করতে নামেন কনিকা আহুজা।
21 Mar 2023, 04:15 PM IST
৫০ টপকাল আরসিবি
দশম ওভারে সাইকা ইশাকের বলে জোড়া বাউন্ডারি মারেন এলিস পেরি। ও♕ভারে ১২ রান ওঠে। ১০ ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর ২ উইকেটে ৫৬ রান। ২২ বলে ২০ রান করেছেন পেরি। ১১ বলে ১১ রান করেছে♛ন নাইট।
21 Mar 2023, 04:07 PM IST
কৃপণ ওভার সাইকার
অষ্টম ওভারে বল করতে আসেন বাংলার সাইকা ইশাক। নিজের প্রথম ওভা🐼রে মাত্র ৪ রান খরচ করেন তিনি। ৮ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৪১ রান।
21 Mar 2023, 04:00 PM IST
স্মৃতি মন্ধনা আউট
৬.৪ ওভারে অ্যামেলিয়া কেরের বলে যস্তিকা ভাটিয়াඣর দস্তানায় ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ২৫ বলে ২৪ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। আরসিবি ৩৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে ন🎀ামেন হেথার নাইট। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৭ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৩৭ রান।
21 Mar 2023, 03:57 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে আরসিবির সংগ্রহ ১ উইকেটে ৩২ রান। মন্ধন🔥া ২৩ বলে ২৪ রান করেছেন। তিন🅺ি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১১ বলে ৭ রান করেছেন পেরি।
21 Mar 2023, 03:54 PM IST
পালটা লড়াই মন্ধনার
পঞ্চম ওভারে ন্য়াট সিভার ব্রান্টের বলে ১টি ছয় ও ১টি চার মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ১১ রান ওঠে। ৫ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইඣকেটে ২৭ রান। মন্ধনা ২০ রানে ব্যাট করছেন।
21 Mar 2023, 03:48 PM IST
নড়বড়ে শুরু আরসিবির
শুরুতেই উইকেট হারিয়ে নড়বড়ে শুরু আরসিবির। দ্বিতীয় ওভারে ম্যাথিউজের বলে ৩ রান সংগ্রহ করে আরসিবি। তৃতীয় ওভার🌠ে ইসি ওং ৫ রান খরচ করেন। ১টি চার মারেন মন্ধনা। চতুর্থ ওভারে ৭ রান খরচ করেন ম্যাথিউজ। ১টি চার মারেন পেরি। ৪ ওভার শেষে আরসিবির সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। মন্ধনা ১০ এ পেরি ৬ রানে ব্যাট করছেন।
21 Mar 2023, 03:39 PM IST
শুরুতেই রান-আউট সোফি
প্রথম ওভারের তৃতীয় বলে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফেরেন সোফি ড♕িভাইন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। আরসিবি দলগত ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এল🔯িস পেরি। প্রথম ওভারে ১ রান ওঠে।
21 Mar 2023, 03:35 PM IST
ম্যাচ শুরু
সোফি ডিভাইনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ন্যাট সিভার ব্রান্ট। প্রথম বলেই ১ রান নিয়ে♍ খাতা খোলেন মন্ধনা।
আরসিবির বিরুদ্ধে লিগের 🌸শেষ ম্যাচে টস জিতল মুম্বই। টস জিতে মুম্বইয়ের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান আরসিবিকে। সুতরাং, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রান তাড়া করবে মুম্বই ইন্ডিয়ান্স।
21 Mar 2023, 02:46 PM IST
সরাসরি ফাইনালের টিকিটে নজর মুম্বইয়ের
আরসিবিকে হারাতে পারলে মুম্বই ১২ পয়েন্ট নিয়ে লিগের💃 অভিযান শেষ করবে। সেক্ষেত্রে দিল্লি যদি তাদের শেষ ম্যাচ হারে, তাহলে লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ফাইনালের টিকিট হাতে পাবে মুম্বই। দিল্লি তাদের শেষ ম্যাচ জিতলেও সেক্ষেত্রে নেট রান-রেটের নিরিখে গ্রুপ চ্যাম্পিয়ন হও﷽য়ার সুযোগ থাকবে হরমনপ্রীতদের সামনে।
উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম লেগে আরসিবিকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে 💜ব্যাট করে আরসিবি ১৮.৪ ওভারে ১৫৫ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৪.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৫৯ র🃏ান তুলে ম্যাচ জিতে যায়। ৩৮ বলে অপরাজিত ৭৭ রান ও ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হেইল ম্যাথিউজ।