বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো ল্য𝄹াজেগোবরে হচ্ছে ভারতের মেয়েরা। একমাত্র টি-টোয়েন্টিতে তারা হেরেছে। এর পর টানা চারটি ওডিআই-ও হেরে বসে রয়েছে। শেষ ওডিআই হারলে হোয়াইটওয়াশ হবে ভারত। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে রিচা ঘোষের লড়াই ব্যর্থ করে চতুর্থ ওডিআই-এ ৬৩ রানে হারে ভারত।
এ দিন রিচা ভারতীয় মেয়েদের মধ্যে দ্রুততম অর্ধশতরানের নজির গড়ে। তবু তাঁর লড়াই ব্যর্থ হয়ে যায়। রিচা ২৬ বলে ঝড়ো ইনিংস খেলে হাফসেঞ্চুরি পূরণ করেন। ২৯ বলে ৫২ করে আউট হন রিচা। ভারতের মেয়েদের মধ্যে 🌞এ দিন সর্বোচ্চ স্কোর বাঙালি তনয়ারই।
টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। বৃষ্টির জেরে খেলা ২০ ওভারে কমিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় স্কোর করে ন👍িউজিল্যান্ড। ভারতীয় বোল♔ারদের নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা কার্যত ছেলেখেলাই করছে গোটা সিরিজ জুড়েই। ভারতীয় ব্যাটারদের অবস্থাও অবশ্য তথৈবচ।
নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ৩৩ বলে ৬৮ করে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪১ করেন সুজি বেটস। সোফি ডিভাইন ✨২৪ বলে ৩২ করেন। ১৬ বলে ৩২ করেন অ্যামি সাদারওয়েট। ভারতের হয়ে ২ উইকেট নিয়েছেন রেনুকা সিং।
জবাবে ব্যাট করতে নেমে ১২৮ রানেই গুড়িয়ে🌞 যায় ভারতের ইনিংস। রিচার ৫২ র𒁃ান ছাড়া অধিনায়ক মিতালি রাজ করেছেন ৩০ রান। তৃতীয় সর্বোচ্চ করেছেন স্মৃতি মান্ধানা। তাঁর সংগ্রহ ১৩ রান। এর বাইরে কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছয়নি। যে কারণে রিচার নজির গড়ার দিনে জঘন্য ব্যাটিংয়ের হাত ধরে ৬৩ রানে ম্যাচটি হেরে যায় ভারত। হেইলি জেনসেন এবং অ্যামেলিয়া কের ৩টি করে উইকেট নিয়েছেন। ফ্রান্সেস ম্যাকে এবং জেস কের ২টি করে উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।