রিঙ্কু সিংয়ের আইপিএল মরশুম কেটেছে দুর্দান্ত। পরে দলীপ ট্রফিতেও মন্দ খেলেননি রিঙ্কু। তবে মধ্যাঞ্চলের হয়ে দেওধর ট্রফিতে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিতে পারলেন না তিনি। বরং বলা ভালো যে, দেওধরে ব্যাট 🥂হাতে দলকে নির্ভরতা দিতে পুরোপুরি ব্যর্থ রিঙ্কু।
🌺কেকেআরের হয়ে আইপিএলের ধারাবাহিকতা দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রিঙ্কু। এশিয়া কাপের জন্য ভারতীয় দলে রয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামবেন আয়ারল্যান্ড সিরিজেও। তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর আগে রিঙ্কুর প্রস্তুতি যথাযথ হল না। দেওধরের ৪টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৯৫ রান সংগ্রহ করেন রিঙ্কু।
দেওধর ট্রফিতে মধ্যাঞ্চলের হয়ে রিঙ্কু সিংয়ের পারফর্ম্যান্স:-
১. বনাম পূর্বাঞ্চল: ৬৩ বলে ৫৪ রান (১টি চার ও ২টি ছক্কা)
২. বনাম উত্তরাঞ্চল: ১ বলে ০ রান
৩. বনাম পশ্চিমাঞ্চল: ২৪ বলে ১৫ রান (১টি চার)
৪. বনাম উত্তর-পূর্বাঞ্চল: ব্যাট করার সুযোগ পাননি
৫. বনাম দক্ষিণাঞ্চল: ৩৬ বলে ২৬ রান (১টি চার ও ১টি ছক্কা)
সার্বিক পারফর্ম্যান্স: ৫ ম্যাচের ৪টি ইন💖িংসে ২৩.৭🍃৫ গড়ে ৯৫ রান। স্ট্রাইক-রেট ৭৬.৬১।
দেওধর ট্রফিতে ব্যাট 🌞হাতে ডাহা ফেল বেঙ্কটেশ আইয়ার। কেকেআরেরℱ হয়ে আইপিএল ২০২৩-তে ভালো পারফর্ম্যান্স উপহার দেন বেঙ্কটেশ। তবে দেওধরে মধ্যাঞ্চলের নেতৃত্বের চাপ সামলাতে পারলেন না তিনি। ৪ ম্যাচে ব্যাট করে বেঙ্কটেশ মাত্র ৬৪ রান সংগ্রহ করেন।
দেওধর ট্রফিতে মধ্যাঞ্চলের হয়ে বেঙ্কটেশ আইয়ারের পারফর্ম্যান্স:-
১. বনাম পূর্বাঞ্চল: ১৪ বলে ৮ রান (১টি চার)
২. বনাম উত্তরাঞ্চল: ২৮ বলে ১১ রান
৩. বনাম পশ্চিমাঞ্চল: ৪৫ বলে ৪৩ রান (৪টি চার ও ১টি ছক্কা)
৪. বনাম উত্তর-পূর্বাঞ্চল: ব্যাট করার সুযোগ পাননি
৫. বনাম দক্ষিণাঞ্চল: ৯ বলে ২ রান
সার্বিক পারফর্ম্যান্স: ৫ ম্যাচের ৪💞টি ইনিংসে ১৬.০০ গড়ে ৬৪ রান। স্ট্রাইক-রেট ৬৬.৬৬।
দেওধরে তুল✃নায় ꦍভালো পারফর্ম্যান্স উপহার দেন কেকেআর দলনায়ক নীতীশ রানা। উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিতে নেমে ৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ২টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। টুর্নামেন্টে সাকুল্যে ১৩৬ রান সংগ্রহ করেন নীতীশ।
দেওধর ট্রফিতে উত্তরাঞ্চলের হয়ে নীতীশ রানার পারফর্ম্যান্স:-
১. বনাম পূর্বাঞ্চল: ৪১ বলে ২৭ রান (২টি চার)
২. বনাম পশ্চিমাঞ্চল: ৫৮ বলে ৫৪ রান (৭টি চার)
৩. বনাম উত্তর-পূর্বাঞ্চল: ব্যাট করার সুযোগ পাননি
৪. বনাম মধ্যাঞ্চল: ৫০ বলে ৫১ রান (৫টি চার ও ১টি ছক্কা)
৫. বনাম দক্ষিণাঞ্চল: ৫ বলে ৪ রান (১টি চার)
সার্বিক পারফর্ম্যান্স: ৫ মౠ্যাচের ৪টি ইনিংসে ৩৪.০০ গড়ে ১৩৬ রান। স্ট্রাইক-রেট ৮ℱ৮.৩১।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।