ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত ২২ গজে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন। তিনি কঠোর পরিশ্রম করে চলেছে🅠ন। যে কারণে তিনি সময়ের আগে ফিটও হয়ে উঠছেন। তাঁর কসরতের কোনও কমতি নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন পন্ত। যে ভিডিয়ো দেখে নেটপাড়ায় জল্পনার পারদ একেবারে আকাশ ছুঁয়েছে।
আরও পড়ুন: ব্য়াজবল⛦ খেলে ১৮৯ ক্রলির, যোগ্য সঙ্গত রুট-মইনের, চাপে অজিরা
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে (এনসিএ) পন্তকে জিমে কসরত করতে দেখা গিয়েছে। এর আগেও বহু বার জিমে তাঁর কসরতের ছবি বা ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। তবে এদিন এনসিএ-তে ওজন তুলতে দেখা গিয়েছে তাঁকে। এর অর্থ কিন্তু খুব পরি🦩ষ্কার, পন্ত ফিট হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। এছাড়াও তাঁকে এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করতে দেখা গিয়েছে। জসপ্রীত বুমরাহ, কেএল রাহুলরা খুব শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন বলে খবর। আর সেই খবর পেয়ে পন্তও সম্ভবত ছটফট করছেন।
আরও পড়ুন: বিহার✨ থেকে বাংলা, সেখান থেকে জাতীয় দল- লড়াই সহজ ছিল না ট্যাক্সিচালক বাবার ছেলে মুকেশের
গত বছর একটি মর্মান্তিক গাড়ি দু෴র্ঘটনা থেকে বরাতজোরে প্রাণে বেঁচে যান পন্ত। তারকা ক্রিকেটার এখন বেঙ্গালুরুতে রিহ্যাবে রয়েছেন। ভারত এবং ওয়েস্ট ইন𓂃্ডিজের মধ্যে চলতি টেস্ট সিরিজের মাঝেই ইনস্টাগ্রামে নিজের ওজন তোলার ভিডিয়ো দিয়েছেন পন্ত। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘যে জিনিসের জন্য পরিশ্রম করবেন, সেটা পাবেনই, তবে শুধু ইচ্ছে পুষে রাখলে পাওয়া যায় না’। পন্তের এই ভাইরাল ভিডিয়োতে নিজেদের প্রতিক্রিয়া দিয়ে তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানকে দ্রুত মাঠে ফেরার জন্য আরও উৎসাহিত করেছেন।
গুরুতর গাড়ি দুর্ঘটনার পর ছয় মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে। ডিসেম্বরের শেষে নিজের মাকে সারপ্রাইজ দেবেন বলে গাড়ি চালিয়ে দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্ত। রুরকিতেই তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা সেটা উল্টে যায়। এবং তাতে আগুন ধরে যায়। কোনও মতে রক্ষা পান পন্ত। তবে তাঁর শরীরের বহু জায়গায় গুরুতর চোট লাগে। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভের কপালে দু' জায়গায় কেটে গিয়েছিল। তাঁর ডান হাঁটুতে একটি লিগামেন্ট 𒉰ছিঁড়ে গিয়েছিল এবং তিনি তাঁর ডান কব্জি, গোড়ালি এবং পায়ের আঙুলেও আঘাত পেয়েছিলেন। সেই সময় পন্তের পিঠে ঘর্ষণের ফলে খারাপ ভাবে চোট লাগে। যার ফলে পন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে খেলতে পারেননি। ২০২৩ সালের বিশ্বকাপও তিনি সম্ভবত খেলতে পারবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।