শুভব্রত মুখার্জি
হাঁটুর চোটের কারণে সমস্যায় পড়তে হয়েছিল রজার ফেডেরারকে। অস্ত্রোপচারও করতে হয়। পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে চলতি মরশুমের প্রথম গ্র্যান্ডস্ল্যাম প্রতিযোগিতাতেও নামা হয়নি। অনেকেই ভেবেছিলেন, ৩৯ বছরে হয়তো তাঁর পক্ষে কোর্টে ফেরা আর সহজ হবে না। তবে অবসরের ভাবনাকে একেবারে জোরালো ফোরহ্যান্ডে কোর্টের বাইরে ♕ফেললেন তিনি।
সরাসরি তিনি জানিয়ে দিলেন, এখনই অবসর নিয়ে ভাবছেন না। হাঁটুতে অস্ত্রোপচারের পর রিহ্যাব করে সম্পূর্ণ স꧒ুস্থ হয়ে টেনিস কোর্টে ফিরছেন সুইস টেনিস তারকা ফেডেক্স। ১৪ মাস পর ফের কোনও প্রতিযোগিতায় খেলতে নামছেন ফেডেরার। এখনও টেনিস খেলা চালিয়ে যেতে চান রজার ফেডেরার।
২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে শ🐠েষবার কোর্টে নেমেছিলেন ফেডেরার। হাঁটুতে অস্ত্রোপচারের জন্য এই মরশুমের অস্ট্রেলিয়ান ওপেনে এবার খেলা হয়নি ফেডেরারের।সবকিছু ঠিকঠাক থাকলে কাতার ওপেনেই ফের কোর্টে ফিরছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। সে প্রসঙ্গে ফেডেরার বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল আমি এখন চোটমুক্ত। হাঁটুর ব্যথাও নেই। টেনিস কোর্টে ফিরতে পেরে আমি খুশি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।