বহু দিন ধরেই রজার ෴ফেডারারের অবসর নিয়ে জল্পনা চলছে। ৪০ বছর বয়সী তারকা টেনিস প্লেয়ারের অবসর নেওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা! তিনি অবসর নিলে, একটি টেনিস যুগের অবসান হবে! সম্প্রতি তিনি অবসর পর🐼বর্তী ভাবনার কথা শেয়ার করেছেন। আর তাতেই তাঁর অবসর নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
অবসরের পর কী করতে চান ফেডেক্স?
তাঁর যা পরিকল্পনা, তাতে অবসরের পর তিনি টেনিসকে দূরেই রেখেছেন। তিনি বাস্কেটবল, হকি সহ অন্য খেলার সঙ্গে জড়িয়ে থাকতে চান। ফেডেরার বলেওছেন, ‘আমি এনবিএ, এএইচএল, এনএফএল-এর ফাইন🐭াল দেখতে চাই। টোকিও-তে যেতে চাই। আমার সন্তানদের নিয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর পার্কগুলোতে ঘুরতে চাই। স্যাক্সোফোন বাজানো শিখতꦿে চাই। বরফে গিয়ে স্কি করতে চাই। স্কুবা ডাইভিং করতে চাই। আর সেই দিনটা এগিয়ে আসছে…’।
৮ অগস্ট ফেডেক্সের ৪০ হল। আর তার পরেই নিজের অবসর নিয়ে এই পরিকল্পনার কথা শেয়ার করেছেন তিনি। আর তাতে♉ই জল্পনা বেড়েছে। ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী ফেডেরার উইম্বলডনেও অংশ নিয়েছিলেন। তার পর থেকে অবশ্য টেনিস কোর্ট থেকে দূরে রয়েছেন। আর কি ফিরবেন টেনিস কোর্টে? রজার ফেডেরারের মন্তব্যের প﷽র মন ভাল নেই তাঁর ভক্তদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।