উইম্বলডনে বারংবারই তাঁর সাংবাদিক সম্মেলন থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা ভিডিয়ো, সবেতেই অনুরাগীরা বিদায়ী সুর শুনতে পেয়েছিল। এবার হয়ত সেই আশঙ💛্কাই সত্যি হতে চলেছে। রবিবার (ভারতীয় সময় অনুযায়ী সোমবার মধ্যরাত) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টেনিসের সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী (যুগ্মভাবে) ꦰরজার ফেডেরার কার্যত নিজের বিদায়বার্তা দিয়ে দিলেন।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিংবদন্তি টেনিস তারকা জানান ভবিষ্যতে তাঁর শারীরিক সুস্থতার কথা মাথায় অস্ত্রোপ্রচার করাতে চলেছেন তিনি যার পরে তাঁর কোর্টে ফেরার আশা ‘ক্ষীণ’। ফেডেরার জানান, ‘আমায় কয়েক সপ্তাহ ক্রাচের ওপরই নির্ভর করে হাঁটতে হবে এবং তারপর আরও বহু মাস কোর্টে ফিরতে পারব না। এটা আমার পক্ষে খুবই মুশকিল হতে চলেছে, তবে আমি জানি আমার জন্য এটাই সঠিক। কারণ আমি শ🐈ারীরিকভাবে আগামী দিনগুলিতেও সুস্থ থাকতে এবং দৌড়ে বেড়াত💟ে চাই।’
তবে🤡 এই প্রথম নয়, গত বছরও হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে দুই দুইবার অস্ত্রোপ্রচার করতে হয় ফেডেরারকে। তার জেরে এক বছরেরও অধিক সময় দীর্ঘ রিহ্যাবের পর অবশেষে টেনিস কোর্টে ফেরেন সুইস কিংবদন্তি। তবে সদ্য টেনিস কোর্টে💙 ফিরেই রোলাঁ গারোয় তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতেও নাম প্রত্যাখান করেন তিনি। উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে পরাজিত হন তিনি।
এরপরে শরীরকে অত্যাধিক ধকল থেকে বিশ্রাম দিতে টোকিও অলিম্পিক্স থেকে সরে দাঁড়ান ফেডেরার। ৪০-বছর বয়সে এসে পুনরায় অস্ত্রোপ্রচারের পর কোর্টে ফেরা কঠিন হ♋বে জেনেও ফেডেরার আশাহত হতে নারাজ। তবে আসন্ন যুক্তরাষ্ট্র ওপেনসহ অন্তত এই বছর আর কোন টুর্নামেন্টেই ফেডেরারকে যে খেলতে দেখা যাবে তা একপ্রকার প্রায় নিশ্চিত।
‘আমার কোর্টে ফেরার সম্ভাবনা ক্ষীণ হলেও আমি সেইটুকু আশা নিজের জন্য বাঁচিয়ে রাখতে চাই। আমি জানি এই বয়সে আরেকটা অস্ত্রোপ্রচারের পর ফিরে আসা কতটা কঠিন এবং সেই কারণেই আমি বাস্তববাদী থাকতে🅺 চাই। তবে আমি সুস্থ থাকতে চꦕাই এবং আমার রিহ্যাব প্রক্রিয়ায় আমি কোর্টে ফেরার আশা নিয়েই সম্পূর্ণ করব, যা আমাকে এই দীর্ঘ সময়কালটায় সাহায্যই করবে বলে আমার মনে হয়।’ মত ফেডেরারের।
ফেডেক্স তাঁর সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশপাশি তাঁর রিহ্যাব প্রক্রিয়া শুরু হলে, সেই বিষয়ে♍ খবরাখবর দেওয়ার অঙ্গীকার করেই নিজের ভিডিয়োটি শেষ করেন। মতান্তরে টেনিসের সর্বকালের সেরা খেলোয়াড়ের এহেন খবরে স্বাভাবিকভাবেই মর্মাহত টেনিসপ্রেমী থেকে খেলোয়াড় সকলেই। বিশ্বের দুই নম্বর টেনিস তারকা দানিল মেদভেদভ, টরন্টো মাস্টার্স জেতার পরেই ফেডেরারের সুস্থতা কামনা করে তাঁকে শুভেচ🔜্ছা জানান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।