খাতাই খুলতে পারলেন না দলের অন্যতম সেরা দুই তারকা ডেওয়াল্ড ব্রেভিস ও স্যাম কারান। ব্যাট হাতে ব্যর্থ রাসি ভ্যান ডার দাসেন। ব্যাটে রশিদ খানের অবদানও নামমাত্র। গ্র্যান্ট রোয়েলফসেনের হাফ-সেঞ্চুরির সুবাদে এমআই কেপ টাউন লড়াই করার রসদ সꦜংগ্রহ করে বটে, তবে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না তাদের টোটাল। ফলে দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচেই ౠডারবানস সুপার জায়ান্টসের কাছে হারের মুখ দেখতে হল এমআইকে। অথচ পার্ল রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে এসএ-২০'র অভিযান শুরু করে কেপ টাউন।
নিউল্যান্ডসে টস ꧂হেরে ꦇশুরুতে ব্যাট করতে নাম এমআই। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। দলের হয়ে সব থেকে বেশি ৫২ রান করেন গ্র্যান্ট। ৪৪ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ২৫ বলে ৩৩ রান করেন জর্জ লিন্ডে। তিনি ৪টি ছক্কা মারেমন।
রায়ান রিকেলটন ১৪, ভ্যান ডার দাসেন ১, দুয়ান জানসেন ৭, রশিদ খান ১৪ ও ডেলা💃নো ২৫ রানের যোগদান রাখেন। ডারবানসের হয়ে ২টি করে উইকেট নেন রিস টপলি, হার্দাস ভিলজোয়েন ও প্রেনেলান। ১টি করে উইকেট নেনে কাইল মায়ের্স ও জেসন হোল্ডার। উইকেট পাননি কেশব মহারাজ।
আরও পড়ুন:- SA20: ব্যাট হাতে সল্টের তাণ্✅ডব, ক্যাপিটালসের 🧸জয়ে বড় অবদান রাখলেন IPL-এর ব্রাত্য নিশাম
জবাবে ব্যাট করতে নেমে ডারবানস সুপার জায়ান্টস ১৬.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলে ম্যাচ জিতে যায়। কাইল মায়ের্স ২৩ বলে ৩৪ রান করেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ২২ বলে ৩৬ রান করেন এনরিখ ক্লাসেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৩০ রান করেন উইয়ান ꦓমাল্ডার।
এছাড়া কুইন্টন ডি'কক ১১, জেসন হোল্ডার ১১ ও কিমো পল 🍌২০ রান করেন। খাতা খুলতে 🎉পারেননি ডোয়েন প্রিটোরিয়াস।
আরও পড়ুন:- SA20: দুরন্ত শুরু করে💯ও দ্বিতীয় ম্💃যাচেই মুখ থুবড়ে পড়ল সুপার কিংস, দাপুটে জয় রয়্যালসের
এমআই কেপ টাউনের হয়ে ২৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন ওলি স্টোন। যদিও তাঁর দল ২১ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ হারায় ব্যর্থ হয় স্টোনের লড়াই। এছাড়ꦓা ১টি উইকেট নিয়েছেন জর্জ লিন্ডে। উইকেট পাননি স্যাম কারান, জোফ্রা আর্চার, রশিদ খানের মতো সুপারস্টাররা। আর্চার ৩ ওভারে ৩১ রান খরচ করেন। রশিদ ৩ ওভারে ৩৩ রান উপহার দেন ডারবানসকে। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কাইল মায়ের্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।