প্র🔥ায় প্রতি সিরিজেই কোনও না কোনও সিনিয়র ক্রিকেটাকে বিশ্রাম দিয়ে নতুন ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য তৈরি করছে ভারত। এমনকি কোচকেও বিশ্রাম দিয়ে নতুন কোচিং স্টাফদের পরিণত করছে বিসিসিআই। পিসিবির ভাবনায় কি আছে এসব? প্রশ্ন তুললেন প্রাক্তন পাক অধিনায়ক সলমন বাট।
শুধু প্রশ্ন তোলা নয়, বরং বাট অভিযোগ করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড মানব সম্পদ সম্প্রসারণের বদলে তা সংকুচিত করছে। ঘরোয়া ক্রিকেটে পরিকাঠামো ছোট করে ক্রিকেটার, কোচিং স্💮টাফদের সংখ্যা কমাচ্ছ♊ে পিসিবি।
আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারত সিনিয়রদের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে। দ্রাবিড়ের বদলে কোচ হিসেবে জিম্বাবোয়ে সফরে গিয়েছেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। নিজের ইউটিউব চ্যানেলে বাট এই রোটেশন প্রসঙ্গে বলেন, ‘লোকেশ রাহুল আগেও ভারতকে নেতৃত্ব দিয়েছে। আইপিꦬএলেও ক্যাপ্টেন্সি করে। তাই অসুবিধা হবে না। বরং এটা ভালো লক্ষণ। রোটেশন পলিশি ভারতীয় ক্রিকেটে নতুন কিছু নয়। ওরা প্রতি সিরিজেই সিনিয়রদের বিশ্রাম দেয়। ধারাবাহিকভাবে নতুনদের সুযোগ দেয়। একটা সময় তো কাকে ছেড়ে কাকে দলে নেবে, সেটা স্থির করাই মুশকিল হয়ে দাঁড়ায়। এমন বেঞ্চ স্ট্রেনথ অত্যন্ত স্বাস্থ্যকর বিষয়।’
পরক্ষণেই বাট বলেন, ‘এমনকি (জিম্বাবোয়ে সফরে) ওদের কোচ🗹িং স্টাফও এনসিএর। ওরা কোচকেও বিশ্রাম দিচ্ছে। দ্রাবিড়কে বিশ্রাম দিয়ে লক্ষ্মণকে কোচ করে পাঠাচ্ছে। এভাবে ওরা ক্রিকেটের সঙ্গে যুক্ত মানব সম্পদ বাড়িয়ে চলেছে। পাকিস্তান সেখꦑানে মানব সম্পদ বাড়ানো তো দূরের কথা, বরং কমিয়ে চলেছে। নিরাপত্তাহীনতাই এখানে সমস্যা হয়ে দাঁড়ায়। কাউকে বিশ্রাম দিয়ে নতুন কাউকে দলে নিলে, সে যদি ভালো খেলে তবে আগের জনকে বলা হবে তুমি বিশ্রামেই থাকো। ভারতে এমনটা কখনও হয় না। তাছাড়া পাকিস্তানে এমন কেউ আছে, যাকে জাতীয় দলের কোচ করে পাঠানো যাবে? থাকলেও পিসিবি কি তেমন পদক্ষেপ নেবে? পাকিস্তানে তো ঘরোয়া ক্রিকেটের জন্য বিদেশি কোচ নিয়ে আসার কথা ভাবা হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।