জিততে হলে🔯 পঞ্চম তথা শেষ দিনে পঞ্জাবকে করতে হত ২০০ রান। আর সৌরাষ্ট্রকে নিতে হত ৮ উইকেট। ম্যাচটি ড্র করলেও সেমিতে যেত পঞ্জাবই। কারণ তারা প্রথম ইনিংসে লিড পেয়েছিল। তবে শনিবার পঞ্জাবের ব্যাটারদের নাকানিচোবানি খাইয়ে শেষ হাসি হাসল সৌরাষ্ট্রই। তারা পৌঁছে গেল রঞ্জি ট্রফির সেমিফাইনালে।
রাজকোটে ম্যাচের শেষ দিনে একেবারে টানটান ম্যাচে সৌরষ্ট্রকে জেতালেন দলের স্পিনার পার্থ ভুট। প্রথম ইনিংসে পঞ্জাব ১২৮ রানে এগিয়ে ছিল, সেখান থেকে তারা হারল ৭১ রানে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পঞ্জাবকে করতে হত ২৫২ রান। সেখানে চতুর্থ দিনের শেষে পঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ৫২। শেষ দিন পঞ্জাবকে জিততে হলে করতে হত ২০০ রান আর সৌরাষ্ট্রের দরকার ছিল আর ৮ উইকেট। সেখান থেকে সৌরাষ্ট্রের তিন স্পিনার-পার্থও ভুট, ধর্মেন্দ্রসিং জাদেজা ও যুবরাজ দোদিয়া দুরন্ত পারফরম্যান্স করে দলের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: কোন মার্জিনে অজিদের হারালে WTC ফাꦍইনালের টিকিট ও এক নম্বর দলের খেতাব পাবে ভারত?
প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করা পার্থ পাঁচটি, জাদেজ🎐া তিনটি ও দোদিয়া দু'টি উইকেট নেন। পঞ্জাবের শেষের দিকে ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। শেষ পাঁচটি উইকেট পড়ে মাত্র ২৪ রানের মধ্যে। অধিনায়ক মনদীপ সিং-এর ৪৫ এবং পুখরাজ মানের ৪২ বাদ দিলে বাকিদের অবস্থা তথৈবচ। শনিবার ১৮০ রানেඣই গুটিয়ে যায় পঞ্জাবের ইনিংস।
প্রথমে ব্যাট করে সৌরাষ্ট্র করেছিল ৩০৩ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে পঞ্জাব করেছিল ৪৩১ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র করেছিল ৩৭৯ রান। ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮০তেই শেষ পঞ্♛জাবের খেল।
আরও পড়ুন: আলুরে অস্ট্রেলিয়া যে উইকেটে প্রস্তুতি সারছౠে, তা অতি ভয়ঙ্কর, পিচের ছবি হল ভাইরাল
শুক্রবারই বাংলা, মধ্যপ্রদেশ, কর্ণাটক রঞ্জির সেমিতে পৌঁছে গিয়েছিল। আর শনিবার পঞ্জাবকে ৭১ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল সৌরাষ্ট্র। শেষ ইনিংসে ২৫২ রান তাড়া করতে নেমে ১৮০ রানে আত্মসমর্পণ করে পঞ্জাব। সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে প🐠ার্থ ভুট একাই পাঁচ উইকেট তুলে নেন। সেমিফ🐻াইনালে কর্ণাটকের মুখোমুখি হবে সৌরাষ্ট্র। অন্যটিতে বাংলার মুখোমুখি হবে মধ্যপ্রদেশ।
শুক্রবার আবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ঝাড়খণ্ডকে নয় উইকেটে পরাজিত করেছে বাংলা, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ ��পাঁচ উইকেটের জয় পেয়েছে মরশুমের সবচেয়ে আশ্চর্যজনক দল অন্ধ্রের বিরুদ্ধে, যারা মুম্বই ও মহারাষ্ট্রকে🎉 হারিয়ে এলিট গ্রুপ বি থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।