শুভব্রত মুখার্জি: দেশের হয়ে বিশ্বকাপ খেলা যে কোনও ক্রীড়াবিদের কাছে স্বপ্নের মতো। যে কোনও খেলায় দেশের হয়ে বিশ্বকাপ খেলা, দেশকে বিশ্বকাপ জেতানো যে কোনও ক্রীড়াবিদের কেরিয়ারে সবথেকে বড় হাইলাইটস বলা যেতে। আর সেই বিশ্বকাপ খেলতে গিয়েই কিনা সম্মুখীন হতে হল এক মর্মান্তিক ঘটনার! দেশের হয়ে লড়াই করতে গিয়ে, দেশকে সম্মান এনে দিতে গিয়ে কিডনি হারাতে হল এক বিশ্বকাপারকে! ঘটনাটি ঘটেছে বাস্কেটবলের বিশ্বকাপ 🦄চলাকালীন। সার্বিয়ান বিশ্বকাপার স্ট্রাইকার🦩 বরিসা সিমানিচ এই মর্মান্তিক ঘটনায় হারিয়েছেন তাঁর কিডনি।
বিষয়টি নিশ্চিত করা হয়েছে সার্বিয়ান বাস্কেটবল ফেডারেশনের তরফে। তাদের তরফে জানানো হয়েছে বরিসার একটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। বিশ্বকাপে সার্বিয়ার ম্যাচ ছিল দক্ষিণ সুদানের বিরুদ্ধে। সেই ম্যাচেই ঘটে গিয়েছে এই দুর্ঘটনা। ম্যানিলাতেই দু-দুবার অপারেশন করা হয় বরিসার। প্রথম অপারেশন হওয়ার পর🦹ে সমস্যা আরও বেড়ে যায়। দলের চিকিৎসক ড্রাগান রাডোভানোভিচ জানান, এই সমস্যার কারণে তারা দ্বিতীয় বার অপারেশন করতে বাধ্য হন। দ্বিতীয় অস্ত্রোপচারে bori বাদ দেওয়া হয় তাঁর কিডনি।
বিশ্বকাপ কোয়ালিফিকেশনে সার্বিয়ার পরবর্তী ম্যাচ লিথুয়ানিয়ার বিরুদ্ধে। দক্ষিণ সুদানের বিরুদ্ধে ম্যাচে জয় পায় ꦉসার্বিয়া। খেলা শেষ হতে তখন ও বাকি ছিল মাত্র দুই মিনিট। সেই সময়েই ঘটে যায় এই দুর্ঘটনা। দক্ষিণ সুদানের নুনি ওমোট বাস্কেটের নিচে দাঁড়িয়ে স্কোর করার চেষ্টা করছিলেন। এই সময়েই তিনি কনুই মারেন বরিসা সিমানিচের পেটে। যা বাজেমভাবে গিয়ে লাগে তাঁর কিডনিতে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন🍌 বরিসা সিমানিচ। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি নিজের হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়েন।
ওমোট দাবি করেন তাঁর কোনও উদ্দেশ্য ছিল না বরিসা সিমানিচকে ওইভাবে আঘাত করার। দুর্ঘটꦬনাবশত ঘটনা ঘটে গিয়েছে। ঘটনার আকস্মিকতায় গোটা সার্বিয়ান দল এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। বরিসা সিমানি🎐চ এই মুহূর্তে ম্যানিলার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে কবে ছাড়া হবে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।