শুভব্রত মুখার্জি
বছর শেষের গ্রান্ডস্ল্যাম টুর্নামেন্ট ইউএস ওপেনে খেলেই অবসরের ভাবনাচিন্তা করছেন সেরেনা উইলিয়ামস। এমনই জানালেন সেরেনা উইলিয়ামসের। নিজের দেশের মাটিতে অবসর নেবেন ২৩ বারের গ্র্য়া🧔ন্ডস্ল্যামজয়ী সেরেনা উইলিয়ামস। ৪০ বছর বয়সি সেরেনা জানান, খেলাটার হাত ধরে সারা বিশ্বে তিনি আইকন হয়ে উঠেছিলেন এখন বয়সের ভারে সেখানেই তার নানা সমস্যায় পড়তে হচ্ছে꧟।
প্রসঙ্গত পরের মাসেই ৪১ বছর🦩 বয়সে পা দেবেন এই কিংবদন্তি খেলোয়াড়। সেরেনা জানিয়েছেন, এইবারের ইউএস ওপেনের পরেই তিনি তাঁর পরিবারের প্রতি এবা🦩র নজর দিতে চান। তাঁদেরকে সময় দেওয়াটাই হবে প্রধান প্রাধান্য।
উল্লেখ্য প্রায় বছর দেড়েক বাদে সেরেনা উইলিয়ামস হার্ড কোর্টে ফিরেছেন এই সোমবার। ডব্লুটিএ আয়োজিত টরেন্টো টুর্নামেন্টে তꦺিনি খেলতে নেমেছিলেন। নুরিয়া দিয়াজকে হারিয়ে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দ্বিতীয় রাউন্ডে ও।
২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে জয়ের পর এতদিন বাদে ফের সিঙ্গলস ম্যাচ জিতলেন তিনি। প্রায় ১৪ মাস বাদে সিঙ্গ🌺লস ম্যাচ জিতলেন তিনি। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'অবসর এই শব্দটাকে আমি কোনওদিন পছন্দ করিনি। এই শব্দটা কোনওদিন আমার কাছে আধুনিক শব্দ বলে মনে হয়নি। আমি এই শব্দটার ব্যবহারে অনেক বেশি সাবধানী হব। আমি এটা বলতে চাই যে আমি টেনিসের পরবর্তী জীবনে আরও ভালো কিছু করতে চাই।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।