ফের ২২ গজে বিতর্কে জড়ালেন শাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তাঁর উদ্ধত আচরণের জন্য সমালোচিত হচ্ছেন শাকিব। মাঠে আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করাটা এখন যেন অনেকটা নিয়মে পরিণত করে ফেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিমের পর শাকিবও এ বার মেজাজ হℱারিয়ে ফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান।
শনিবার চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের ম্যাচ চল♉াকালীন ঘটনাটি ঘটে। বরিশালের হয়ে দুর্দান্ত ব্যাট করছিলেন শাকিব আল হাসান। তারকা অলরাউন্ডারকে আটকাতে গিয়ে নাজেহাল অবস্থা হচ্ছিল সিলেটের বোলারদের।
আরও পড়ুন: যে ভাবে খেলেছি,তাতে অনেক ইতি🍨বাচক দিক ছিল- T20-তে হেরে ODI-কে আঁকড়ে ধরছেন শানাকা
এর মধ্যে ১৬তম ওভারের চতুর্থ🙈 বলে একটা বাউন্সার দেন রেজাউর রহমান রাজা। বলটা শাকিবের মাথার উপর দিয়ে চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। ক্রিকেটের আইন অনুযায়ী, ব্যাটারের মাথার উপর দিয়ে চলে যাওয়া বল অবশ্যই ওয়াইড হবে।
তবে আম্পায়ার মাহফুজুর রহমান লিটু মাথা নেড়ে জানিয়ে দেন ওয়াইড হয়নি। এতেই তীব্র ক্ষেপে যান শাকিব। তেড়ে যান আম্পায়ার♔ের দিকে। শাকিবের ভয়েই সম্ভবত ওয়ান বাউন্স সিগন্যাল দেন মাঠে থাকা আর এক আম্পায়ার তানভির আহমেদ। কিন্তু এতেও শান্ত হননি শাকিব। বরং তর্🦩ক করতে থাকেন আম্পায়ারের সঙ্গে। আর এই বিতর্কিত ঘটনা ভাইরাল হতে একেবারেই সময় নেয়নি।
এই ঘটনা যখন ঘটেছিল, তখন প্রতিপক্ষ দলের কেউ এগিয়ে আসেননি। বরং 🌄সবাই দূরে দাঁড়িয়ে মজা দেখছিলেন। পরে, আম্পায়ারের উপর প্রভাব ফেলতে না পেরে রাগে গজরাতে গজরাতে ক্রিজে ফেরত আসেন শাকিব। এবং পরের বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে শোধ নেন তারকা অলরাউন্ডার। এখানেই থামেননি তিনি, ২৬ বলে করে ফেলেন ৫০ রানও।
আরও পড়ুন: আমি বোলার হলে ওর খেলায় দুঃখ পেতাম, T20-তে ও সেরা- সূর্যের প্▨রেমে ডুবে হার্দিক
তবে রিপ্লে'তে পরিষ্কার দেখা গিয়েছে, বলটা ওয়াইড দেওয়ার মতোই ছিল। আম্পায়ার কেন সেটা ওয়াইড দেননি, তা জানা নেই। কিন্তু তার জন্য শাকিবের মতো সিনিয়র তারকা ক্রিকেটার মাঠে আম্পায়ারদের সঙ্গে যে আচরণ করেছেন, সেটাও মেনে নিতে পারেননি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, শাকিবের বডিল্যাঙ্গোয়েজ 𓂃মোটেও ঠিক ছিল না।
এর আগে ঘরোয়া ক্রিকেটে স্টাম্পে লাথি মারা থেকে শুরু করে আম্পায়ারকে কটু কথা বলার মতো ঘটনাও ঘটিয়েছেন শাকিব। সেই নিয়েও কম বিতর্ক হয়নি। ফের নতুন বিতর্কের জন্🐼ম দিলেন বাংলাদেশের তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।