শুভব্রত মুখার্জি: পরিচয় ভুল করে এক অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফে🔯লল মিলান পুলিশ। ঘটনা আরও বেশি খারাপ হতে পারত। তবে বরাতজোরে সেই অপ্রীতিকর পরিস্থিতির হাত থেকে বেঁচে গেল ইতালি পুলিশ এবং লিগজয়ী মিলান ফুটবলার বাকাইয়াকো। ইতালি থেকে এমনিতেই চলে যাওয়ার বিষয়ে মনস্থির করে ফেলেছিলেন বাকাইয়াকো। তিমুইয়ে বাকাইয়াকোর গাড়ি দিনেদুপুরে রাস্তায় পুলিশ গথাꦡমায়। গাড়ি থেকে বের করে তল্লাশি চালানো হয়। অস্ত্র উঁচিয়ে ধরে তাকে গানপয়েন্টে রেখে এই তল্লাশি চালানো হয়।
প্রসঙ্গত গত মরশুমেই মিলানের হয়ে সিরি-আ জিতেছিলেন এই মিডফিল✱্ডার। আর তাকে চিনতেই কিনা ভুল করল ইতালি পুলিশ! চেলসি থেকে গত বছর লোনে মিলানে যোগ দিয়েছিলেন এই ফরাসি মিডফিল্ডার। মার্শেইয়ে যোগ দেওয়ার ব্যাপারে ক্লাবটির সঙ্গে নীতিগত বিষয়গুলি নিয়ে অনেক আগেই🌠 ঐক্যমতে পৌঁছেছিলেন বাকাইয়াকো।
মার্শেইয়ে💝র সঙ্গে নাকি ৪ বছরের চুক্তির বিষয়ে কথা প্রায় পাকা। অর্থাৎ ইতালি ছাড়ার বিষয়ে এক পায়ে খাড়া বলা যেতে পারে বাকাইয়াকো। তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিয়োটি ভাইরাল হয়ে পড়েছে। ইতালিয়ান জার্নালিস্ট তানক্রেদি পালমেরি ঘটনাটির 🅰ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।